Advertisement
Advertisement
Rain

WB Weather Update: ফের নিম্নচাপ, ভাইফোঁটায় বৃষ্টিতে ভাসবে বাংলা?

জেনে নিন কী বলছে হাওয়া অফিস।

WB Weather Update: MeT predicts rain in West Bengal after Bhai dooj । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 11, 2023 10:03 am
  • Updated:November 11, 2023 10:17 am  

নিরুফা খাতুন: ফের দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে রাজ্যের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে। তা শক্তি বাড়িয়ে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। তবে পরে তা গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। তার প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজ্যের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: ‘বিধায়ক বলে নয়, আমার সম্পত্তি বাবারই’, টানা ৫৩ ঘণ্টা আয়কর তল্লাশির পর হুঙ্কার তন্ময়ের]

আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে। জেলায় জেলায় মূলত আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রাও স্বাভাবিক থাকবে। ২০-২১ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাবে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা। আগামী চারদিন একই রকম থাকবে তাপমাত্রা। তার পর থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। কালীপুজোতেও হালকা শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু ভাইফোঁটাতে আবহাওয়া বদলের সম্ভাবনা। ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

[আরও পড়ুন: কলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ যাত্রীদের, মৃত ১]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement