নিরুফা খাতুন: অগ্রহায়ণের শেষেও সেভাবে ঠান্ডার দেখা নেই। বরং শীতবিলাসীদের জন্য দুঃসংবাদই দিল হাওয়া অফিস। জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রবিবার থেকেই ফের কমবে তাপমাত্রাও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়তে পারে সামান্য। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটলেই মঙ্গলবার থেকে ফের নামতে পারে তাপমাত্রার পারদ।
পাহাড়েও বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এর আগে সান্দাকফুতে অবশ্য তুষারপাত হয়েছে। বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.