Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

ফের বেড়েছে তাপমাত্রা, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভিজবে বাংলা

কবে ফিরবে শীত?

WB Weather Update: MeT predicts rain in Kolkata and adjacent in next 48 hours | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 5, 2024 12:04 pm
  • Updated:January 5, 2024 12:41 pm  

নিরুফা খাতুন: বছর শুরুতে দু-একদিন শীতের আমেজ অনুভূত হলেও ইতিমধ্যেই বদলেছে আবহাওয়া। বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে বেশ কিছুটা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ১০ জানুয়ারির পর ফিরবে শীত।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্র ও শনিবার বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। ১০ জানুয়ারি থেকে ফের শীতের আমেজ টের পাবেন শীতপ্রেমীরা।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, পালিয়ে প্রাণে বাঁচলেন জওয়ানরা!]

এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডিগড় ও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডেও। আগামী ৪৮ ঘণ্টায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা রাজস্থানে। পাঞ্জাব এবং হরিয়ানাতে শীতলতম দিনের সম্ভাবনা। চণ্ডিগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে আগামী দু’দিন কোল্ড ডে পরিস্থিতি।

[আরও পড়ুন: মদ বিক্রিতে পুজোর রেকর্ডও ভেঙে দিল বর্ষবরণ, অঙ্কটা জানলে চমকে যাবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement