Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

রাজ্যের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে উত্তরবঙ্গও

রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

WB Weather Update: MeT predicts rain in 4 districts in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:March 7, 2024 12:00 pm
  • Updated:March 7, 2024 12:00 pm  

নিরুফা খাতুন: সকাল থেকে মেঘলা আকাশ। ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। বৃহস্পতিবার কলকাতা-সহ চার জেলা ভিজতে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।

ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়েও বৃষ্টির পূর্বাভাস। আপাতত দিনকয়েক হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। নামবে তাপমাত্রা। তবে রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement

[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ। সকালে মনোরম পরিবেশ থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশই থাকবে। আগামী দুদিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

[আরও পড়ুন: আড়াই দশক ধরে কলকাতা কাঁপাচ্ছে ‘৪০৭ গ্যাং’! অবশেষে জালে দুই মাথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement