Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিপর্যয় থেকে রেহাই কবে?

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

WB Weather Update: MeT predicts heavy rain in North Bengal

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 13, 2024 11:03 am
  • Updated:July 13, 2024 12:50 pm

নিরুফা খাতুন: বৃষ্টি বিপর্যয় থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আশার আলো একটাই, সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হওয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামী সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। শনিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে কমবে বৃষ্টি। তবে ১৭ জুলাই, বুধবার থেকে ফের বৃষ্টির বাড়ার সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের দখলে রায়গঞ্জ, বিজেপিকে হঠিয়ে প্রায় ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী]

শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টি বিপর্যয় থেকে রেহাই নেই। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তবে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। কমবে বৃষ্টি। বিপর্যয় থেকে রেহাই পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা।

Advertisement

[আরও পড়ুন: মতুয়াগড়ে চওড়া হাসি ঠাকুরবাড়ির মধুপর্ণার, বাগদায় বিজেপিকে হারাল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ