Advertisement
Advertisement
WB Weather Update

জানুয়ারিতেই শীতের বিদায়! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

ঠিক কী জানাচ্ছে হাওয়া অফিস?

WB Weather Update: Met department predicts temperature may decrease after 4 days
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 31, 2025 10:45 am
  • Updated:January 31, 2025 11:21 am  

নিরুফা খাতুন: জানুয়ারিতেই উধাও শীত! স্বাভাবিকের ৬ ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, হিসেব মতো বিদায়ের পথে শীত। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের সামান্য নামতে পারে তাপমাত্রা। অর্থাৎ সরস্বতী পুজোয় আবহাওয়া হালকা বদলের সম্ভাবনা। ফেব্রুয়ারির মাঝামাঝি খাতায়কলমে বাংলা থেকে বিদায় নেবে শীত।

শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। রোদের দেখা মেলেনি। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। ভোরের দিকে জেলাগুলোতে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে গরম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং-সহ চার জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। তবে আগামী ৪-৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলায় স্বাভাবিকের উপরে উঠবে পারদ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিদায় নেবে শীত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement