Advertisement
Advertisement
WB Weather Update

দক্ষিণবঙ্গে বৃষ্টি, দার্জিলিংয়ে তুষারপাত! আবহাওয়ার খামখেয়ালিপনায় ফিরবে শীত?

কতদিন চলবে বৃষ্টি?

WB Weather Update: met department predicts rain in next 7 days
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 19, 2025 9:44 am
  • Updated:February 19, 2025 1:53 pm  

নিরুফা খাতুন: পূর্বাভাস সত্য়ি করে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। দেখা নেই রোদের। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের। তবে তাপমাত্রার বিরাট হেরফেরের সম্ভাবনা নেই বলেই খবর। 

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিনভর মেঘলাই থাকবে আকাশ। বেলার দিকে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে রীতিমতো ভাসতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাতেও হবে বৃষ্টি হবে কলকাতা ও কয়েকটি জেলায়। সোমবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

Advertisement

এদিকে আপাতত কয়েকটি দিন দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামিকাল থেকে জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা অরুণাচল প্রদেশে। আগামী ৪১ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে। মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা অসম, মেঘালয়ে। রাজধানী দিল্লিতে ও আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement