Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

ফের ৮ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা?

কী বলছে হাওয়া অফিস?

WB Weather Update: Met department predicts rain in next 48 hours
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2024 10:05 am
  • Updated:June 11, 2024 10:07 am  

নিরুফা খাতুন: ফের গরমে নাজেহাল বাংলা। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। চরমে অস্বস্তি। কবে বঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু? কবে দেখা মিলবে বৃষ্টির? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তরও এ বিষয়ে বিশেষ সুখবর দিতে পারল না। আগামী কয়েক দিনে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে। ৩১ শে মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই বলেই জানালো হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। জানা গিয়েছে, বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। এই তিনজেলার কিছু অংশে চরম তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। বৃহস্পতিবার সকালেও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। দুপুরের পর থেকে বদলাবে আবহাওয়া। তবে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলায় বাড়ল মৃতের সংখ্যা, শুরু NIA তদন্ত, জঙ্গিদের তল্লাশিতে সেনা]

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। এদিকে তাপপ্রবাহের সতর্কতা মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, বাংলা, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ ও হিমাচল প্রদেশে। গরমে অস্বস্তিকর আবহাওয়া হবে ওড়িশাতে। আগামী শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সর্তকতা পশ্চিম ভারত ও পূর্ব ভারতের রাজ্যে। ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খন্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ উত্তরাখন্ড এবং মধ্যপ্রদেশে।

[আরও পড়ুন: যুদ্ধজয়ে বাধা নেতানিয়াহুই! ইজরায়েলের যুদ্ধকালীন মন্ত্রক ছাড়লেন ক্ষুব্ধ গানৎজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement