Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

শুক্রেও কালবৈশাখী! ভাসবে বাংলার কোন কোন জেলা?

সন্ধ্যায় বাড়ি থেকে বেরলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

WB Weather Update: Met department predicts rain in evening
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 18, 2025 10:26 am
  • Updated:April 18, 2025 2:23 pm  

নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট। সন্ধ্যা হতেই শুরু হচ্ছে ঝড়-বৃষ্টি। শুক্রবারও বাংলার জেলায় জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জানা যাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটি ছত্রিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এর প্রভাবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবার কয়েকটি জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়-পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। সেগুলো হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা।

Advertisement

তবে আগামী কয়েকদিনের তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। সোমবার আংশিক মেঘলা থাকবে আকাশ। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে শুক্রবার উত্তরবঙ্গের ছয় জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সবজেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপরের দিকে তিন জেলা এবং মালদহের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ফলে বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখবেন ছাতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement