Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

নিম্নচাপের ভ্রুকুটি! বুধেই রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা

কী জানাল হাওয়া অফিস?

WB Weather Update: Met Department predicts rain all over bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 9, 2025 10:38 am
  • Updated:April 9, 2025 11:03 am  

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! সকাল থেকেই মুখভার আকাশের। বুধেই রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টির পরিমান, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে রেহাই মিলবে ভ্যাপসা গরম থেকে।

জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর উত্তর-পূর্ব দিক। বাংলার জন্য প্রভাবশালী অক্ষরেখাটি দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে। যার প্রভাবে আজ, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা পাঁচ জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসে বইবে।

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল, বৃহস্পতিবার নয় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। শনিবারও দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে খবর। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement