Advertisement
Advertisement
WB Weather Update

বৃষ্টি-কুয়াশার লুকোচুরিতে ‘উষ্ণ’ ক্রিসমাস ইভ, তাপমাত্রা বৃদ্ধি কলকাতায়

পরপর পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যের উপকূলবর্তী তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা, ব্যাকফুটে শীত!

WB Weather Update: In Christmas 2024, temperature likely to rise in Kolkata and South Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:December 24, 2024 9:52 am
  • Updated:December 24, 2024 12:57 pm  

নিরুফা খাতুন: বড়দিনে কোনও বড় সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। ভরা শীতেও এবছর ক্রিসমাস ইভের সঙ্গী উষ্ণতা! পূর্বাভাস বলছে, কলকাতার তাপমাত্রা বেড়েছে দু-এক ডিগ্রি। আগামী তিন, চারদিনে পারদ পতনের সম্ভাবনা নেই। উপরন্তু নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ক্রিসমাস ইভে রাজ্যের তিন উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও। আরও বড় দুঃসংবাদ, এবছর আর জাঁকিয়ে শীতের ‘আরাম’ পাবেন না বঙ্গবাসী।

পরপর পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ। এসবের প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, পরে ঝিলিক দিয়েছে রোদের ছটা। আগামী শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে রাজ্যে। ফলে শীতের আমেজ বেশ খানিকটা ফিকে হবে। বড়দিনে হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং। দক্ষিণবঙ্গের তিন জেলা – দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার, ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হটছে। আগামী ৪ থেক ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে সর্বত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। কোথাও কোথাও ৫০ মিটারেও নেমে আসতে পারে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়েছে। সকালে হালকা কুয়াশা ছিল। পরে দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী চারদিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। বরং ক্রিসমাস ইভ ও বড়দিনের সকালে উষ্ণতার ছোঁয়া পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৯৩ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement