Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

তীব্র গরমে সুখবর! সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, মিলবে স্বস্তি?

বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। জেনে নিন আবহাওয়ার সাপ্তাহিক পূর্বাভাস।

WB Weather Update: Hail storm likely occure in most of the distrcits of South Bengal and temparature may dip

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:April 28, 2025 9:56 am
  • Updated:April 28, 2025 10:13 am  

নিরুফা খাতুন: মাঝ বৈশাখে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বঙ্গ। সকাল থেকেই বাড়তি আপেক্ষিক আর্দ্রতায় ঘর্মাক্ত দশা। তবে এর মাঝে সুখবর শোনাল হাওয়া অফিস। সপ্তাহভর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সাত জেলায় কালবৈশাখী হতে পারে। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। যার জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামবে, তীব্র গরমের হাত থেকে মিলতে পারে রেহাই। তবে আপেক্ষিক আর্দ্রতায় খুব একটা তফাৎ হবে না। তাই অস্বস্তি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হবে বুধবার থেকে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ২ মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে। উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি মারাঠাওয়াড়া কর্ণাটক ও তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত। এই ত্রিফলায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সাত জেলাতে কালবৈশাখীর সতর্কতা। আগামী তিন-চারদিনে রাজ্যজুড়ে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisement

সোমবার, ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের ভারী বৃষ্টির সতর্কতা। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টি বেশি হবে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দোসর হতে চলেছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা থেকে নদিয়া পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও একই রকম আবহাওয়া থাকতে পারেয পশ্চিম ও পূর্বের জেলা-সহ কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই পাঁচ জেলায়।

কলকাতায় সোমবার বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ল। সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে হলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়ায় সামগ্রিকভাবে পারদ স্বাভাবিকের চেয়ে বেশি। বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে গরমের জেরে অস্বস্তি বৃদ্ধি পাবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯০ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub