ফাইল ছবি।
নিরুফা খাতুন: রাত পোহালেই বৈশাখ শুরু অর্থাৎ ক্যালেন্ডার মেনে গ্রীষ্মের আগমন। আগামী দু’মাস তীব্র দহনজ্বালা। যদিও শেষ চৈত্রে উষ্ণতার মাত্রাছাড়া বৃদ্ধি বুঝিয়ে দিয়েছে, কতটা প্রখর হতে চলেছে গ্রীষ্ম। পয়লা বৈশাখ থেকেই আগুন ঝরবে বঙ্গে নাকি নববর্ষের প্রথম দিনের আবহাওয়া কিছুটা স্বস্তি দেবে, তা নিয়ে কৌতুহল তুঙ্গে বঙ্গবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব কম, তবে বুধবার থেকে তা ফের বাড়বে। ফলে বোঝাই যাচ্ছে, দাবদাহে যন্ত্রণার দিন আসন্ন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৬ এপ্রিল, বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত তার বিস্তার। এই অক্ষরেখা বিদর্ভের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। এই ত্রিফলায় বঙ্গে ঝড়বৃষ্টির পরিস্থিতি বদলে যাচ্ছে। কোথাও বৃষ্টি, কোথাও আবার শুষ্ক আবহাওয়া।
দক্ষিণবঙ্গে সোমবার ঝড়ের পরিমাণ কিছুটা কমতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া – এই সাত জেলায় সোমবার বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমে যাবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দু, এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-একটি জেলায়। ঝড়ের সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি দু, এক পশলা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এরপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তা বেড়ে যাবে।
উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং থেকে মালদহ, বিভিন্ন জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণটায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতাতেও চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯১ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.