দুর্দান্ত 'কামব্যাক' শীতের
নিরুফা খাতুন: বিদায়বেলায় দুর্দান্ত ‘কামব্যাক’ শীতের। আরও নামল তাপমাত্রা। কলকাতায় ১৪ ডিগ্রির ঘরে পারদ। শৈত্যপ্রবাহের পরিস্থিতি পুরুলিয়া-সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া উত্তরবঙ্গের দুই দিনাজপুরেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তবে সরস্বতী পুজোর আগেই বাংলায় আবহাওয়া বদলের সম্ভাবনা। সোমবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধ এবং বৃহস্পতিবার আরও বাড়তে পারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে শনিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি। রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সোমবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে আবার মেঘলা আকাশ। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার একে তো ভ্যালেন্টাইন্স ডে। তার উপর আবার সরস্বতী পুজো। বৃষ্টির জন্য পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় উৎসবপ্রেমীরা।
উত্তরবঙ্গের দুই দিনাজপুরেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপটও। কুয়াশার চাদরে মুখ ঢাকতে পারে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তবে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। এদিকে, ওড়িশায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিও। শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও বৃষ্টির পূর্বাভাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.