ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর (Durga Puja 2021) মরশুমে কিছুটা কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ। তবে বেড়েছে মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত ৭৭৬ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। কলকাতায় আক্রান্ত ১৬২ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৭ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে। একদিনে প্রাণ গিয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত বাংলায় করোনার বলি ১৮ হাজার ৮৯৪ জন।
করোনা রোগীকে শনাক্ত করে তাঁকে আইসোলশনে পাঠানো অত্যন্ত প্রয়োজন। নইলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই করোনা উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৪ লক্ষ ৭১ হাজার ৯৬১ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। করোনা রুখতে ব্রহ্মাস্ত্র টিকাকরণ। এদিন মোট ৯ লক্ষ ৬ হাজার ৯৭৫ জনের টিকাকরণ হয়। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ লক্ষ ৩০ হাজার ৯০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লক্ষ ৭৬ হাজার ৭১ জন। তবে পুজোয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত কলকাতায় টিকাকরণ বন্ধ থাকবে।
করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে ঠিকই। তবে উৎসবের মরশুমে সামান্য অসাবধানতাও বিপদ ডেকে আনতে পারে। কারণ, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে সকলেরই। তাই উৎসবে আনন্দের স্রোতে গা না ভাসিয়ে সাবধান হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রত্যেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.