Advertisement
Advertisement

Breaking News

অ্যামোনিয়াম নাইট্রেট

নলহাটিতে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাক, পুলিশের জালে চার

ড্রাইভার ও খালাসিকে গ্রেপ্তার করল পুলিশ৷

WB Police arrested four person with full of 169 sacks ammonium nitrate
Published by: Tanujit Das
  • Posted:September 3, 2019 6:16 pm
  • Updated:September 3, 2019 6:16 pm  

নন্দন দত্ত, রামপুরহাট: ১৬৯ বস্তা বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ৷ মঙ্গলবার সকালে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সিএডিসি মোড়ে ট্রাকটিকে বাজেয়াপ্ত করলেন জেলা পুলিশের কর্তারা৷ ইতিমধ্যে ট্রাকের ড্রাইভার ও খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কী উদ্দেশে, ট্রাকটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা করছে পুলিশ৷

[ আরও পড়ুন: মুহুরি পরিচয়ে আর্থিক প্রতারণা, পুলিশের জালে অভিযুক্ত ]

Advertisement

পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের নরমেতা থেকে ওড়িশা হয়ে বিস্ফোরক ভরতি ট্রাকটি রাজ্যে প্রবেশ করেছিল৷ বিস্ফোরক ভরতি ট্রাকটি সম্পর্কে আগে থেকেই বিস্তারিত তথ্য ছিল তদন্তকারীদের কাছে৷ গোপন সূত্রে পাওয়া সেই তথ্যের ভিত্তিতেই, এদিন সকালে নলহাটির সিএডিসি মোড়ে সেটিকে পাকড়াও করেন তারা৷ এরপর ড্রাইভার ও খালাসিকে বোঝাই করা বস্তা খুলে দেখাতে বলেন৷ প্রথমে ইতস্তত বোধ করলেও, চাপে পড়ে তা দেখায় খালাসি৷ আর তখনই বিস্ফোরক বোঝাই বস্তাগুলি আবিষ্কার করেন পুলিশ কর্তারা৷ পুলিশ জানিয়েছে, এরপরই ড্রাইভার ও খালাসি-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়৷ বস্তাগুলিতে অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল৷ সেগুলি কী উদ্দেশে রাজ্যে নিয়ে আসা হয়েছে, এখন তাই জানার চেষ্টা করা হচ্ছে৷

[ আরও পড়ুন: বনগাঁয় অনাস্থা ভোট সংক্রান্ত বৈঠক, ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল ]

পুলিশকে দেওয়া বয়ানে ধৃতরা দাবি করেছেন, নলহাটির পাথর খাদানগুলিতে এই বস্তাগুলি পৌঁছে দেওয়ার বরাদ ছিল৷ তবে পুলিশের অনুমান, পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল ট্রাকটি৷ এই বিপুল পরিমাণ বিস্ফোরক কী কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল, এখন সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা৷ ড্রাইভার ও খালাসিকে জেরা করেই, এই তথ্য পাওয়ার চেষ্টা করছেন তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement