Advertisement
Advertisement
WB Panchayat Vote 2023

WB Panchayat Vote 2023: অশান্ত ভাঙড়ে এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই তৃণমূল কর্মীর, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

আহত ২ জনের খোঁজ মিলছে না বলে খবর।

WB Panchayat Vote 2023: Two TMC workers died by shooting amidst tension in nomination | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 15, 2023 5:39 pm
  • Updated:June 15, 2023 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোনয়ন ঘিরে অশান্ত ভাঙড়ে (Bhangar) আরও একজনের মৃত্যু। জানা গিয়েছে, অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই তৃণমূল  (TMC) কর্মীর। একজনের নাম রশিদ মোল্লা। জীবনতলার বাসিন্দা রশিদ। অশান্তির মাঝে পড়ে ৩ টি গুলি লাগে তাঁর গায়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বলে খবর।  আরও ২ জন গুলিবিদ্ধ। তবে তাঁরা কোন হাসপাতালে ভরতি, তা জানা যায়নি। 

পঞ্চায়েত ভোটে (WB Panchayat Vote 2023) মনোনয়নের শেষ দিন সকাল থেকেই বিশেষ নজর ছিল ভাঙড়ের দিকে। সেখানে সকাল থেকে দফায় দফায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের নানা জায়গা। বেলা বাড়তে তা আরও উত্তপ্ত হয়। বিকেলে এক আইএসএফ প্রার্থীর মৃত্যু হয়। তাঁর নাম মহিউদ্দিন মোল্লা। বিজয়গঞ্জের  বছর চব্বিশের তরুণ প্রার্থীপদে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। মৃত্যু হয় তাঁর। গ্রামেই দেহ রেখে বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মীরা। 

Advertisement

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]

কিছুটা সময় কাটতে না কাটতে আরও একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। নিহত রশিদ মোল্লা জীবনতলার বাসিন্দা বলে দাবি। সূত্রের খবর, তিনি তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লার ঘনিষ্ঠ।  এসবের জেরে সন্ধে থেকে ভাঙড়ের পরিস্থিতি আরও  তপ্ত হতে থাকে। দিনভর অশান্তির জেরে মনোনয়ন পর্ব কার্যত ভেস্তে গিয়েছিল। তবে নির্ধারিত সময়ের পর ভাঙড় ২ বিডিও অফিসে আইএসএফ প্রার্থীরা মনোনয়ন জমা দেন। 

[আরও পড়ুন: সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে উত্তরকাশীতে! উদ্বেগে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ইসলামিক সংগঠনের প্রধানের]

সন্ধে গড়াতেই আরও এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেল। স্থানীয় সূত্রে খবর, ইট দিয়ে তাঁর মাথা থেঁতলানো হয়েছে। তাতেই মৃত্যু হয় তাঁর। নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement