সৌরভ মাজি, বর্ধমান: মনোনয়ন পর্ব শেষ হয়েছে সবেমাত্র। ভোটাভুটির (Panchayat Poll) এখনও বাকি বেশ কয়েকদিন। ফলপ্রকাশ তো আরও দূর। তার আগেই জয়ের উল্লাস। শুরু সবুজ আবির খেলা। প্রার্থী ও নেতাদের গলায় মালা পরিয়ে বিজয় উৎসব। পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। তাই শুক্রবার বিজয় উৎসব পালন করেন এলাকার তৃণমূল কর্মীরা। দলীয় কার্যালয়ের এই আনন্দ উৎসবে যোগ দিলেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া দুই সিপিএম প্রার্থীও। এই দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত দখল সম্ভব হত না।
এই গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ১৩টি আসন। তার মধ্যে ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। ৫টি আসনে নির্বাচন হবে। জানা গিয়েছে, মসজিদপুর গ্রাম থেকে রোজিনা বেগম এবং শ্রীধরপুর গ্রাম থেকে সত্যেন বাগদি সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যা নিয়ে অবশ্য সিপিএম শাসকদলের বিরুদ্ধে প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও ওই দুই প্রার্থী তৃণমূলের বিজয় উৎসবে সামিল হয়েছিলেন।
গলায় মালা পরে সবুজ আবিরও মাখেন তাঁরা। রোজিনা বলেছেন, “সিপিএমের হয়ে দাঁড়িয়ে ছিলাম ঠিকই। কিন্তু পরে ভেবে দেখলাম এলাকায় শাসকদলের বিরুদ্ধে প্রচারে বলার কিছু নেই। এলাকার সব উন্নয়নই করেছে তারা। তাই স্বেচ্ছায় মনোনয়ন তুলে নিয়েছি।” সত্যেনও এদিন একই দাবি করেছেন।
সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেছেন, “এটা কেউ বিশ্বাস করবে না। তৃণমূলের হুমকিতে ওরা এমন বলতে বাধ্য হচ্ছে।” তৃণমূলের অঞ্চল সভাপতি গুল মহম্মদ মোল্লা দাবি, গত ৫ বছরে যা উন্নয়ন হয়েছে তাতে মানুষ তাঁদের পক্ষে দাঁড়িয়েছেন। দলের ব্লক সভাপতি সুজন মণ্ডল জানিয়েছেন, ১৩টির মধ্যে ৮টি জয় পাওয়ায় বোর্ড তৃণমূলের হাতেই চলে এসেছে। যে পাঁচ আসনে ভোটগ্রহণ হবে তাতেও তৃণমূল জিতবে বলে দাবি করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.