দেবব্রত মণ্ডল, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক অশান্তি যেন আর থামছেই না। বাসন্তীর পর এবার কুলতলি। এবার গুলিবিদ্ধ তৃণমূল (TMC) প্রার্থী। তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এসইউসিআইয়ের (SUCI) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে এসইউসিআইয়ের দাবি, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের কোনও হাত নেই। জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তৃণমূল প্রার্থীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এলাকায়।
কুলতলির (Kultali) মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধে নাগাদ পঞ্চায়েত ভোটের (WB Panchayat Vote 2023) প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের (GP) প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার পথে কুলতলির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লেগে জখম হন তিনি। প্রথমে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। প্রার্থীর উপর এই হামলার নেপথ্যে এসইউসিআইয়ের হাত রয়েছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। প্রার্থীর অভিযোগ, সিপিএম (CPM) এর সঙ্গে জড়িত।
জানা গিয়েছে, সোমবার সন্ধে থেকেই কুলতলির এই এলাকা ছিল উত্তপ্ত। দফায় দফায় বোমাবাজি, সংঘর্ষ চলছিল। তারই মধ্যে কার্যত ঝুঁকি নিয়ে প্রচার সারছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। অশান্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালায় বলে অভিযোগ। একাংশের মতে, গন্ডগোলের মাঝে পড়ে পুলিশের গুলি লাগে কুতুবউদ্দিনের পায়ে। তবে তাঁর অভিযোগ, সিপিএম ও এসইউসিআই প্রার্থীরাই তাঁর উপর গুলি চালিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আবহে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা বারবার রাজনৈতিক অশান্তি, হিংসায় উত্তপ্ত হয়ে উঠছে। বাড়ছে হতাহতের সংখ্যাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.