Advertisement
Advertisement
Three school student injured in Murshidabad

WB Panchayat Vote 2023: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, ভোট পরবর্তী মুর্শিদাবাদে বোমার ঘায়ে ফের আক্রান্ত শৈশব

স্বাভাবিকভাবেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

WB Panchayat Vote 2023: Three school student injured in Murshidabad while playing with bomb । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2023 6:02 pm
  • Updated:July 17, 2023 6:02 pm

কল্যাণ চন্দ, বহরমপুর: ভোট (WB Panchayat Poll) পরবর্তী বাংলায় ফের বোমার ঘায়ে আক্রান্ত শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। মুর্শিদাবাদের সালারের পর এবার ঘটনাস্থল দৌলতাবাদের ডিঙ্গিপাড়া। সোমবার বিকেলের ঘটনায় জখম তিন শিশু। তারা প্রত্যেকেই ভরতি হাসপাতালে।

জখম তিন শিশু দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পড়ুয়া। তারা সকলেই মুর্শিদাবাদের দৌলতাবাদের ডিঙ্গিপাড়ার বাসিন্দা। আহতদের পরিবারের দাবি, স্কুল থেকে ফিরে অন্যান্য দিনের মতো বাড়ি কাছে খেলতে যায়। কালভার্টের নিচে একটি গোলাকার বস্তু দেখতে পায়। সেটিকে বল ভেবে ধরতে যায় তারা। আর সঙ্গে সঙ্গেই অঘটন। বোমা বিস্ফোরণ হয়। বোমার ঘায়ে ছিটকে পড়ে তিন খুদে পড়ুয়া। বিকট শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয়রা।

Advertisement

Baby

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

রক্তাক্ত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই চিকিৎসা চলছে খুদেদের। দৌলতাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি। গত শনিবার মুর্শিদাবাদের সালারে বোমা বিস্ফোরণে দুই শিশু জখম হয়। তার রেশ কাটতে না কাটতেই দৌলতাবাদের ডিঙ্গিপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

[আরও পড়ুন: ফেসবুক পোস্টে পুরনোকে ভুলে নতুন শুরুর ইঙ্গিত মনোরঞ্জন ব্যাপারীর, তুঙ্গে দলবদলের জল্পনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement