সৈকত মাইতি, তমলুক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাঘিনী’ চরিত্রে অভিনয় করে আগেই রাতারাতি খ্যাতির শিখরে উঠেছিলেন কোলাঘাটের যাত্রা শিল্পী রুমা চক্রবর্তী। এবার শেষবেলার ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী প্রচারেও ঝড় তুললেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মন পেতে বৃহস্পতিবার প্রায় দিনভর বৃষ্টি উপেক্ষা করেই নন্দীগ্রাম, খেজুরি, চণ্ডীপুরে ভোটপ্রচার সারলেন কোলাঘাটের এই যাত্রা শিল্পী ‘মমতা’। প্রকাশ্য পথসভা থেকে রাজ্য সরকারের উন্নয়ন বিষয়ে একের পর এক বক্তব্য, সংলাপ রেখে শেষবেলার তৃণমূলের ভোট (WB Panchayat Poll 2023) প্রচারে রীতিমতো চমক দিলেন তিনি।
ছোট থেকেই কোলাঘাটে নাট্যচর্চার সঙ্গে জড়িত ছিলেন রুমা দেবী। স্বামী সৌগত চক্রবর্তী পেশায় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। কোলাঘাটের বাড়বরিশা এলাকার বাসিন্দা হলেও কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই কলকাতায় কাটাতে হয়। ১৭ বছরের দাম্পত্য জীবন। তবে নিঃসন্তান তারা। তাই পেশা থেকে শুরু করে নেশা কাজের তাগিদে অবিরল পরিশ্রম। পাড়ার নাট্যচর্চা থেকে ধাপে ধাপে উঠে এসে প্রথম দিকে বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয়, নাটকে সুনাম অর্জন।
এরপর যাত্রার আসরেও সমানভাবে দক্ষতা দেখিয়েছেন তিনি। কলকাতায় সাড়া জাগানোর পালা ‘ক্ষমতায় এবার মমতা’। এই যাত্রা পালাতে অন্যতম চরিত্রে মমতার ভূমিকায় দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি। সেইসঙ্গে মাটির টান ভুলে যাননি রুমাদেবী। সহকর্মীদের নিয়ে গড়ে তুলেছেন উদীচী নৃত্যাঙ্গন। সেখানে নিয়মিত নাচ ও অভিনয় শেখান তিনি।
এমন পরিস্থিতির মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী চরিত্রকে কেন্দ্র করে ‘বাঘিনী’ নামে একটি বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্যের ছবির পরিকল্পনা হয়। দীর্ঘ চার বছর ধরে চলে সিনেমার শুটিং। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একেবারে ছোট জায়গা থেকে আন্দোলন প্রতিবাদের মধ্য দিয়ে উঠে আসা সেই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে এই ‘বাঘিনী’ সিনেমার মধ্য দিয়ে।
আর এই সিনেমাটিতেই মুখ্য চরিত্রে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠেন রুমা চক্রবর্তী। এভাবেই দর্শকদের মনে একটু একটু করে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি হয়ে ওঠেন কোলাঘাটের এই রুমা। এমন পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কোণঠাসা করতে চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই শিল্পীকে নিয়ে নন্দীগ্রামের ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের ডাকে সাড়া দিয়ে এদিন তিনি নন্দীগ্রামের বাসস্ট্যান্ড, খোদামবাড়ি, খেজুরি এবং চণ্ডীপুরে একাধিক জায়গায় প্রচার কর্মসূচিতে অংশ নেন। একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভঙ্গিমায় রাজ্যের একাধিক উন্নয়নের কথা বলে জনগণের কাছে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার বার্তা দেন। মমতার ভঙ্গিমাতেই একাধিক জনসংযোগ, মিছিলে উপস্থিত সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাভাবিক কারণেই চলচ্চিত্র জগতের এই মমতার এভাবে ভোট প্রচারে রীতিমতো সাড়া পড়ে সোশ্যাল মিডিয়া জুড়েও। যদিও এদিন বৃষ্টির কারণে এই ‘বাঘিনী’কে নিয়ে বেশ কিছু কর্মসূচি বাতিল করতে হয় তৃণমূল নেতৃত্বকে।
এ বিষয়ে রুমা চক্রবর্তী বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেই বুঝতে পেরেছি উনি কতটা জনপ্রিয়। তাই এর আগেও কলকাতা, মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় ভোটপ্রচার করেছি। তবে নন্দীগ্রাম খেজুরীবাসীর কাছে এই প্রথম প্রচার কর্মসূচিতে আসতে পেরে আমার ভীষণ ভাল লাগছে।” এদিকে, জেলার একজন যাত্রা শিল্পীর এহেন জনপ্রিয়তায় মুগ্ধ কোলাঘাটের নাট্যপ্রেমীরাও। কোলাঘাটের বাসিন্দা অসীম দাস, সঞ্জয় মুখোপাধ্যায়দের দাবি, “আমাদের কোলাঘাটের মেয়ে রুমা যে এভাবে নাট্যজগৎ থেকে বাংলা ছাড়িয়ে দেশবাসীকে আরো আলোড়িত করবে। তা আমরা কখনো ভাবতে পারিনি। তাই আগামী দিনে ওর সাফল্য কামনা করি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.