Advertisement
Advertisement
WB Panchayat Vote 2023

WB Panchayat Vote 2023: ভোটের মুখে সিউড়িতে গ্রেপ্তার অস্ত্রপাচারকারী, শান্তিনিকেতনে উদ্ধার বোমা

পঞ্চায়েত নির্বাচনের আবহে তপ্ত বীরভূম।

WB Panchayat Vote 2023: Bengal STF and police arrest a man with firearms from Suri ahead of Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 17, 2023 10:57 am
  • Updated:June 17, 2023 3:14 pm  

নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের (Bengal Panchayat Election 2023) আবহে তপ্ত বীরভূম। উদ্ধার অস্ত্রশস্ত্র ও বোমা। রাজ্য পুলিশের এসটিএফের জালে অস্ত্র পাচারকারী। বিপুল পরিমাণ বোমাও উদ্ধার করা হয়েছে। ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির চেষ্টায় অস্ত্র ও বোমা মজুত নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার সন্ধেয় সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় এসটিএফ ও সিউড়ি থানার পুলিশ হানা দেয়। যৌথ অভিযানে অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়। সিউড়ি থানায় তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। ধৃত আবদুল রহিম বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। মনে করা হচ্ছে, কেতুগ্রাম থেকে বীরভূমে অস্ত্র বিক্রি করতে এসেছিল সে। তবে তার আগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাকে।

Advertisement

[আরও পড়ুন: ISF-BJP ‘আঁতাঁত’, গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে নওশাদকে তীব্র আক্রমণ তৃণমূলের]

ধৃতের কাছ থেকে ৩টি সেভেন এম এম এবং একটি ওয়ান শর্টার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ৬২টি কার্তুজ, ৯ ও ৮ এম এম কার্তুজও পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে তদন্তকারীরা আবদুল রহিমের গতিবিধির উপর নজরদারি রেখেছিলেন। অবশেষে অস্ত্রশস্ত্র-সহ গ্রেপ্তার অভিযুক্ত। আবদুল রহিম কার কাছে অস্ত্র পৌঁছে দিত, কতদিন ধরে এই ব্যবসা সে চালাচ্ছে, আর কে কে এই ব্যবসায় যুক্ত – এই সমস্ত নানা তথ্যের খোঁজে এসটিএফ। এদিকে, শনিবার সকালে শান্তিনিকেতনের রূপপুর পঞ্চায়েতের লোহাগড় স্কুলের মাঠ থেকে দুই ড্রাম ভরতি বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা মজুত করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: অশান্তির অভিযোগ সত্ত্বেও পঞ্চায়েত ভোটে মনোনয়ন বিরোধীদের, কোন দলের ক’টি মনোনয়ন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement