Advertisement
Advertisement

ভোটে দাঁড়িয়েছেন ঠিক, কিন্তু নিজের ফেলে আসা দায়িত্ব ভোলেননি কৃষিকর্তা

কৃষকদের অভাব-অভিযোগ শুনতে মাঠে নামলেন চন্দ্রনাথ বসু।

WB panchayat polls: Uluberia TMC candidate stands by farmers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2018 6:15 pm
  • Updated:April 27, 2018 6:15 pm

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে৷ আদতে, বাস্তবও প্রায় এক৷ দীর্ঘ কর্মজীবনের বেশির ভাগ সময় কৃষিজীবী সমাজের সঙ্গে কাটানোর পর এবার ভোটের ময়দানে পা রাখলেন কৃষিতথ্য ও উপদেষ্টা কেন্দ্রের (ATMA) প্রাক্তন সভাপতি চন্দ্রনাথ বসু৷ ভোটে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ভোলেননি নিজের ফেলে আসা দায়িত্ব৷ ভোটের প্রচারে বেরিয়ে পুরনো মেজাজেই সরাসরি মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বললেন৷ পরামর্শ দিলেন এবারের তৃণমূল প্রার্থী বাগনান-১ কেন্দ্রের প্রাক্তন কৃষিকর্তা চন্দ্রনাথ বসু৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি বাগনান-১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে দাঁড়িয়েও তিনি এক মুহূর্তের জন্য ভুলে থাকেননি তাঁর কৃষক বন্ধুদের কথা। নির্বাচনী প্রচারের ফাঁকে ফাঁকেই তিনি ছুটে যাচ্ছেন কৃষিজীবী মানুষদের পাশে। এতদিন উন্নত জাতের বীজ, জৈবসার, আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহের পাশাপাশি সেচের জলের ব্যবস্থা সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন।

Advertisement

এখনও তিনি কৃষকদের সমস্যার কথা শুনতে তাঁদের কাছে যাচ্ছেন, বাতলে দিচ্ছেন সমাধানের পথ৷ বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন বাগনানের সূর্যমুখী ফুল চাষীরা৷ বাগনান এলাকায় প্রায় ৪০০ বিঘা জমিতে তৈলবীজ হিসাবে সূর্যমুখী ফুলের চাষ হয়৷ প্রায় ২০০ কৃষক সূর্যমুখীর চাষ করে জীবিকা নির্বাহ করেন৷ বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে প্রায় ৫০ শতাংশ গাছ ভেঙে পড়েছে৷ নষ্ট হয়েছে অসংখ্য সূর্যমুখী ফুল৷ এই খবর পাওয়া মাত্রই শুক্রবার সকালে চন্দ্রনাথবাবু সূর্যমুখীর চাষিদের কাছে ছুটে যান৷

তিনি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ বাগনান-১ নম্বর কৃষি দপ্তরে পাঠান। চন্দ্রনাথবাবু জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি কৃষিতথ্য ও উপদেষ্টা কেন্দ্রের সভাপতির পদে ইস্তফা দিয়েছেন৷ কিন্তু নির্বাচন এসে যাওয়ায় এইসব এলাকার কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সব সময় কৃষি দপ্তর পর্যন্ত পৌঁছচ্ছে না। যার ফলে কৃষির পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তিনি নির্বাচনী প্রচারের ফাঁকে সেইসব কৃষকদের কাছে তাঁদের সমস্যার কথা শোনার জন্য যাচ্ছেন৷ তিনি জানান, যাঁদের জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন নির্বাচনের কারণে তাদের কারও ক্ষতি হোক এটা তিনি চান না। চন্দ্রনাথবাবুর এই সহমর্মিতাকে স্বাগত জানিয়েছেন বাগনানের অসংখ্য কৃষিজীবী ও সাধারণ মানুষ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement