সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে ঘিরে উত্তেজনা কোচবিহারে। অভিযুক্ত খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ, নাটাবাড়িতে বুথের বাইরে বিজেপি এজেন্টকে চড় মেরেছেন তিনি। যদিও মন্ত্রীর দাবি, ব্যালট বক্স ভেঙে ভোট লুটের চেষ্টা করেছেন বিরোধী দলের ওই এজেন্ট। এই নিয়ে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা হয়। তিনি বচসা থামাতে গিয়েছিলেন। কাউকে চড় মারেননি। এদিকে এই ঘটনায় কোচবিহারের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
[বাগদায় ছাপ্পা ভোট, বাংলাদেশ থেকে বহিরাগত ঢোকানোর অভিযোগ জ্যোতিপ্রিয়র]
সকাল থেকেই পঞ্চায়েত ভোটকে ঘিরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি। তবে কোচবিহারে ভোটগ্রহণ চলছিল মোটের উপর শান্তিতেই। যদিও সকাল সকাল শুক্তাবাড়িতে লাঠালাঠির মধ্যে পড়ে আক্রান্ত হন এক মহিলা। তারপর ঠিকঠাকই চলছিল ভোটগ্রহণ পর্ব। তবে তাল কাটল নাটাবাড়িতে। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার সকালে নাটাবাড়ির লটকারপুরে একটি বুথে যান তিনি। নিয়ম অনুয়ায়ী, প্রার্থী ও ভোটার ছাড়া কেউ বুথে ঢুকতে পারেন না। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও বুথে ঢোকেননি। কিন্তু, বুথের বাইরে বিজেপি এজেন্টকে তিনি সপাটে চড় মেরেছেন বলে অভিযোগ। গেরুয়া শিবিরের অভিযোগ, মন্ত্রী যখন তাদের এজেন্টকে চড় মারেন, তখন ঘটনাস্থলে হাজির ছিলেন পুলিশকর্মীরা। তবে রবীন্দ্রনাথ ঘোষকে আটকানোর চেষ্টা করেননি তাঁরা। ঘটনায় নাটাবাড়ির লটকারপুরের তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
[ প্রবল বর্ষণে বিপর্যস্ত বাংলায় মৃত আট, উদ্বেগে মুখ্যমন্ত্রী]
যদিও বিরোধী দলের এজেন্টকে চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের নাটাবাড়ির বিধায়কের পালটা দাবি, ব্যালট বক্স ভেঙে ভোট লুটের চেষ্টা করছিলেন ওই বিজেপি এজেন্ট। শাসকদলের কর্মী-সমর্থকরা বাধা দিলে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন তিনি। কাউকে চড় মারেননি। জেলা শাসকের সুপারের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।
[বেশিরভাগ আসনেই ভোট নেই, তবু উত্তেজনায় চনমনে বীরভূম]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.