সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিরাট ধাক্কা তৃণমূলের। ২০২১ বিধানসভা কেন্দ্রে যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ১৯৫৬ ভোটে হারানোর গর্বে বুক বাজান বিরোধী দলনেতা, সেই নন্দীগ্রামেই জেলা পরিষদের নিরিখে ১০ হাজারের বেশি ভোটে লিড পেয়ে গেল শাসকদল। শুভেন্দুর (Suvendu Adhikari) নিজের কেন্দ্রে তৃণমূলের ফলাফলে উচ্ছ্বসিত দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘একুশের লোডশেডিং চক্রান্তের জবাব দিয়েছে মানুষ।’
নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট পঞ্চায়েতের সংখ্যা ১৭টি। এর মধ্যে নন্দীগ্রাম দুই ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ কিছু ঝামেলার জন্য ৯টি পঞ্চায়েত যায় বিজেপির দখলে। আর তৃণমূল পায় ৮টি। পঞ্চায়েত সমিতিতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে তৃণমূল জিতেছে। দুই নম্বর ব্লকে জিতেছে বিজেপি। জেলা পরিষদে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ৩টি আসনের মধ্যে ৩টিতেই জিতেছে তৃণমূল। আর ২ নম্বর ব্লকের ২টি জেলা পরিষদ আসনের ভোটে বিজেপি জিতেছে। অর্থাৎ জেলা পরিষদের নিরিখে ফল ৩-২। সার্বিকভাবে জেলা পরিষদের হিসাবে বিজেপির থেকে ১০ হাজার ৪৫৭ ভোটে লিড পেয়েছে তৃণমূল।
২০২১ বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারান শুভেন্দু। যদিও সেই ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। তৃণমূলের অভিযোগ, একুশের ভোটগণনার দিন শেষদিকে লোডশেডিং করে নন্দীগ্রামে জয় পেয়েছেন বিরোধী দলনেতা। সে নিয়ে আদলতে মামলাও হয়েছে। শাসকদল বরাবর বলে আসছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করে হারানো হয়েছে। মানুষ সেই চক্রান্তেরই জবাব দিলেন পঞ্চায়েত নির্বাচনে।
নন্দীগ্রামের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ শুভেন্দুকে তীব্র আক্রমণ শানিয়েছেন। কুণালের বক্তব্য,” শুভেন্দুর লোডশেডিং করে ফল পালটে ১৯৫৬-র গল্প আজ থেকে বাতিল। মানুষ সেই চক্রান্তের জবাব দিচ্ছে। নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। সবে শুরু। চোখে সর্ষেফুল দেখাবো ব্লকস্তরের নেতা শুভেন্দুকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.