Advertisement
Advertisement

মা ও ভাই কংগ্রেস প্রার্থী, দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল নেতা

বিরোধীদের হয়ে প্রচার করছেন শাসকদলের নেতা!

WB panchayat polls: TMC leader supports Congress candidate, sacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2018 4:57 pm
  • Updated:August 22, 2018 1:31 am  

রাজা দাস, বালুরঘাট: সব জেলায় কমবেশি পরিস্থিতি একই। দলের প্রতীক না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শাসকদলের কর্মীদের একাংশই। পঞ্চায়েত ভোটে বিক্ষুদ্ধদের জেরবার তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি এমনই যে, জলপাইগুড়িতে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার বিক্ষুদ্ধদের সংবর্ধনা পর্যন্ত দিয়েছে শাসকদলের জেলা নেতৃত্ব। তবে দক্ষিণ দিনাজপুরের ঘটনাটি অভিনব। অভিযোগ, নিজের মা ও ভাইকে কংগ্রেস প্রার্থী করে তাঁদের হয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতা শুভাশিস পাল। এমনকী, ঘাসফুল প্রতীকের প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকিও দিচ্ছেন। শাসকদলের অভিযুক্ত নেতা দলকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। শুভাশিস পালের অবশ্য দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করেন তিনি। কে কী বলল, তাতে তাঁর কিছু এসে যায় না।

[ক্যানিংয়ে নির্দল প্রার্থীর ভাসুরকে গুলি করার অভিযোগ তৃণমূল সমর্থকের বিরুদ্ধে]

Advertisement

পোশাকি নাম শুভাশিস পাল। তবে শাসকদলের এই নেতাকে সোনা পাল নামেই চেনেন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মানুষ। একসময়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। পঞ্চায়েত ভোটে জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষও হয়েছিলেন। কিন্তু, এবারের পঞ্চায়েত ভোটে সেই শুভাশিস পালের বিরুদ্ধেই দল বিরোধী কাজের অভিযোগ উঠল। মঙ্গলবার রীতিমতো সাংবাদিক সম্মেলন তাঁকে দল থেকে বহিষ্কার কথা ঘোষণা করলেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র স্বয়ং।

[ফের আদালতের রায়ে অনিশ্চয়তায় ভোট, কী বলছেন বিরোধীরা?]

অভিযোগটি গুরুতর। এবারের পঞ্চায়েত ভোটে হরিরামপুর পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন তৃণমূল নেতা শুভাশিস পালের মা। হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের একটি আসনে থেকে ভোটে দাঁড়িয়েছেন তাঁর ভাইও। তবে শাসকদলের হয়ে নয়, কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। অভিযোগ, বিরোধী দলের প্রার্থী মা ও ভাইয়ের হয়ে প্রচার করছেন তৃণমূল নেতা শুভাশিস পাল। শুধু তাই নয়, নিজের দলের প্রার্থীদের হারানোর চক্রান্ত, এমনকী, তাঁদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন শাসকদলের এই নেতা। শুভাশিস পালকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। মঙ্গলবার বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তাঁরা যদি মনে করেন, জেলা বা রাজ্য নেতৃত্ব কিছুই জানতে পারছে না, তাহলে ভুল করছেন। পঞ্চায়েত ভোটে যেসব তৃণমূল কর্মী বা নেতা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছেন, তাঁদের উপরও নজর রাখা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের শাসকদলের শীর্ষনেতা সাফ জানিয়েছেন, শুভাশিস পালের সঙ্গে যাঁরা যোগাযোগ রাখবেন, তাঁদের তৃণমূল কংগ্রেসের শক্র বলে গণ্য করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষও। দলের সিদ্ধান্তকেও অবশ্য আমল দিতে নারাজ শুভাশিস পাল। শাসকদলের এই বহিষ্কৃত নেতার প্রতিক্রিয়া, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি। কে কী বলল, তাতে কিছু যায় আসে না।’

ছবি: রতন দে

[ত্রিপুরা মডেল ফিরল বাংলায়, ক্ষমতায় এলে বেকারদের স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি মুকুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement