বিপ্লব দত্ত ও পলাশ পাত্র: ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হানাহানি৷ দফায় দফায় বাড়ছে হিংসা-অশান্তি৷ কখনও মহিলা রাজনৈতিক কর্মীর বাড়ি-ঘর জ্বালিয়ে আক্রোশ মেটানোর চেষ্টা৷ কখনও আবার শ্লীলতাহানির মতো গুরুত্বপূর্ণ অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম বাংলা ভোটের রাজনীতি৷ বৃহস্পতিবার পৃথক দু’টি ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগর করিমপুর এলাকায়৷
[ পুরশুড়ায় হৃদরোগে মৃত্যু তৃণমূল প্রার্থীর ]
এদিন প্রথম ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া পশ্চিমপাড়ায়৷ জানা গিয়েছে, আজ ভোর রাতে একদল দুষ্কৃতী তৃণমূল কংগ্রেস প্রার্থী পায়েল দাস বিশ্বাসের বাড়ির তাঁতঘরে আগুন লাগিয়ে দেয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বেলঘড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ওই প্রার্থীর স্বামী তন্ময় বিশ্বাসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাত আড়াইটে নাগাদ মোটরবাইকে চেপে তাঁদের বাড়িতে হামলা চালায়৷ তাঁতঘরটিতে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দেয়৷ খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ বিজেপির পক্ষ থেকে অবশ্য এই ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নয় বলে জানিয়েছে৷
[ নির্দল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রণক্ষেত্র রাজারহাট, ইটের ঘায়ে আহত পুলিশকর্মী ]
শান্তিপুরের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণনগর এলাকা থেকে আরও একটি অশান্তির খবর পাওয়া গিয়েছে৷ এদিন করিমপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে শ্লীলতাহানি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিনের এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপির উত্তেজিত কর্মী সমর্থকরা কৃষ্ণনগর করিমপুর রোড দীর্ঘক্ষণ অবরোধ করেন৷ দফায় দফায় ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ পরে পুলিশি আশ্বাসে সাড়ে দশটার পর ওঠে অবরোধ৷ বিজেপির এই পথ অবরোধের জেরে নাকাল হন সাধারণ মানুষ৷ অফিস টাইমে পথ অবরোধের জেরে চূড়ান্ত সমস্যায় পড়েন করিমপুর থানার বাজিতপুরে৷
[ মুখ্যমন্ত্রীকে নিয়ে সাঁওতালি ভাষায় গান লিখেই ভোটের আসর মাতাচ্ছেন লোকশিল্পী ]
পুলিশ জানিয়েছে, তৃণমূল প্রার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত বিজেপি নেতার নাম অভিজিৎ হালদার৷ বাড়ি বাজিতপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে করিমপুর বাজিতপুর হালদার পাড়ার ৯৫ নং বুথের তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালায় অভিযুক্ত ওই বিজেপি নেতা৷ অভিযোগ, সেই সময় অভিজিৎ-সহ পাঁচ বিজেপি কর্মী তৃণমূল প্রার্থীর বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে৷ একইসঙ্গে তাঁকে হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনা প্রসঙ্গে করিমপুর ১-এর তৃণমূলের ব্লক সভাপতি তরুণ সাহা বলেন, ‘‘আমাদের প্রার্থীকে বিজেপির লোকজন শ্লীলতাহানি ও হুমকি দিয়েছে৷ সেই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করলে পথ অবরোধ করে৷’’ ঘটনা প্রসঙ্গে বিজেপির করিমপুর ১-এর সভাপতি বুদ্ধদেব শীল বলেন, ‘‘ওই বুথের সাধারণ সম্পাদক অভিজিৎ। তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.