Advertisement
Advertisement

হাতুড়ির ঘায়ে মাথা ফাটল তৃণমূলকর্মীর, অভিযোগের তির বিজেপির দিকে

নমুনা ব্যালট পেপার ছেঁড়াকে কেন্দ্র করে বাঁধে বচসা।

WB panchayat polls: TMC candidate thrashed in Bongaon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2018 8:09 pm
  • Updated:May 11, 2018 8:09 pm  

সোমনাথ পাল, বনগাঁঃ ব্যালট পেপারের নমুনা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বনগাঁর গাইঘাটার চণ্ডীপুর এলাকা। তৃনমূল কর্মীর মাথায় সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত তৃনমূল কর্মীর নাম বিমল নরোত্তম।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দলেরই ঘরোয়া বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিমল নরোত্তম। তাঁর হাতে ছিল তৃণমূলের ব্যালট পেপারের নমুনা৷ অভিযোগ, স্থানীয় বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময়ে তাঁর উপরে হামলা চালিয়েছিল স্থানীয় বিজেপি কর্মী জগন্নাথ মণ্ডল। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মী বিমল নরোত্তমের হাতে থেকে নমুনা ব্যালট পেপার ছিঁড়তে গিয়েছিল জগন্নাথ মণ্ডল। বিমল নরোত্তম প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা বাঁধে। এরপরই অতর্কিতে পাশের সাইকেলের দোকান থেকে হাতুড়ি নিয়ে এসে অভিযুক্ত বিজেপিকর্মী জগন্নাথ মণ্ডল বিমল নরোত্তমের মাথায় আঘাত করে বলে অভিযোগ।

Advertisement

[ডাক শুনে কেউ না আসুক, ভোটে জিতে গ্রামের মেয়েদের শিক্ষার আলোয় আনবেনই রাখি]

স্থানীয় তৃনমূল নেতৃত্ব জানিয়েছে, গুরুতর অবস্থায় প্রথমে বিমল নরোত্তমকে ভরতি করা হয়েছিল ঠাকুরনগর হাসপাতালে। পরে ঘটনার রাতেই গাইঘাটা থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই| ব্যালট পেপার ছেঁড়ার অভিযোগ মিথ্যা বলেও স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জখম তৃনমূল কর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

[১৯৭৮ থেকে টানা ন’বার প্রার্থী, জঙ্গলমহল ঝালদায় কংগ্রেসের গড় রক্ষায় একা বাহাদুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement