বাবুল হক, মালদহ: ‘ডিজিটাল ইন্ডিয়া’র যুগেও পানীয় জলের জন্য হাহাকার। সভ্য দেশের নাগরিক হয়েও ন্যূনতম প্রয়োজনের দাবিতে নামতে হচ্ছে পথে। এবার পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে গ্রামে পোস্টার লাগিয়ে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের দক্ষিণ মালকোরা গ্রামের। পরিশ্রুত পানীয় জলের অভাবের সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও ব্লক উন্নয়ন আধিকারিক।
[জল সংকটে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ, তালিকায় গোড়ার দিকেই ভারত]
পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মালকোরার ঘাসিপাড়া ও পশ্চিম বাঞ্জাপাড়ায় পাঁচশোরও বেশি মানুষ বসবাস করেন। মূলত আদিবাসী অধ্যুষিত এই গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা, রাস্তার অবস্থাও বেহাল। ফলে পুরনো পাতকুয়া ও পুকুরের জল খেতে বাধ্য হন এলাকার মানুষ। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাই রীতিমতো পোস্টার লাগিয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
জলের সংকটের সত্যতা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পাওলিনা মার্ডি। অভিযোগ মেনে নিয়েছে পুরাতন মালদহের বিডিও নরোত্তম বিশ্বাসও। তিনি বলেন, “ওই এলাকায় জলের জন্য কয়েকটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনের পর কাজ শুরু হবে। তবে ভোট বয়কটের কথা জানা নেই।”
[আম্বেদকর-মোদি তো আদতে ব্রাহ্মণ, গুজরাটের স্পিকারের মন্তব্যে শোরগোল]
উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গের এই জেলাতেই নয়, দেশ জুড়ে দেখা দিয়েছে জল সংকট। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশের সত্তর শতাংশের বেশি সম্পদ এক শতাংশ ধনী ব্যক্তিরই হাতে কুক্ষিগত। এই বৈষম্য জলের ক্ষেত্রেও দেখা দিচ্ছে। সমাজের একশ্রেণির মানুষের কাছে জলের কোনও অভাব নেই। বরং জল-বিলাসেই দিন কাটে তাঁদের। অন্যদিকে, আর এক শ্রেণির মানুষকে রীতিমতো জল কিনে পান করতে হয়। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা যাচ্ছে, সাড়ে সাত কোটির বেশি ভারতবাসীকে এখন জল কিনে খেতে হয়।
ছবি: হরেণ চৌধুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.