Advertisement
Advertisement

ভোটের ময়দানে গুরু-শিষ্যের লড়াইয়ে সরগরম মালবাজার

ব্যক্তিগত সম্পর্কে প্রভাব পড়বে না, বলছেন সিপিএম ও তৃণমূল প্রার্থী।

WB panchayat polls: Its teacher Vs student in Malbazar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 8:49 pm
  • Updated:May 9, 2018 8:49 pm  

অরূপ বসাক, মালবাজার: নির্বাচনী লড়াই ঢুকে পড়েছে বাড়ির অন্দরে। এবারের পঞ্চায়েত ভোটে ননদ-বউদি, ভাসুর-ভাদ্রবউ, শ্বশুড়-জামাই, এমনকী, একই পরিবারের তিন বউয়ের নির্বাচনে লড়ার নজির ভূরি ভূরি। জলপাইগুড়ি মালবাজারে মেটেলি ব্লকে আবার শিক্ষকপ্রার্থীর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন ছাত্র। তবে রাজনৈতিক লড়াই ছাত্র-শিক্ষক সম্পর্ককে কলুষিত করতে পারবে না বলে দাবি করেছেন দু’জনেই।

[প্রতীক পায়খানার ‘প্যান’, ভোট চাইতে গিয়ে হেসে খুন প্রার্থী নিজেই]

Advertisement

স্কুলবেলায় তাঁর শিক্ষায় বেড়ে উঠেছেন। কিন্তু, রাজনৈতিক আদর্শের প্রশ্নে আলাদা হয়ে গিয়েছে শিক্ষক ও ছাত্রের পথ। পঞ্চায়েত ভোটে একে অপরের প্রতিপক্ষ মালবাজারে মেটেলি ব্লকের বাসিন্দা আশিস কুণ্ডু ও রমজান ইসলাম। গুরু-শিষ্যের নির্বাচনী লড়াইয়ে জমজমাট মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। ভোটের জয়ে ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী দুই প্রার্থী, তেমনি ব্যক্তিগত সম্পর্ককে রাজনীতি থেকে দূরে রাখতেও বদ্ধপরিকর শিক্ষক ও ছাত্র। মালবাজারের মেটলি ব্লকের বাতাবাড়ি ১ নং পঞ্চায়েত এলাকার শাসকদলের পরিচিত নেতা আশিস কুণ্ডু। গত পঞ্চায়েত ভোটে মঙ্গলবাড়ি বাজার এলাকা থেকে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এবারের পঞ্চায়েত ভোটেও ফের প্রার্থী হয়েছেন আশিস কুণ্ডু। শাসকদলের প্রবীণ এই নেতা পেশায় গৃহশিক্ষক। মঙ্গলবাড়ি এলাকাতেই গৃহশিক্ষকতা করেন তিনি। পেশার ক্ষেত্রেও তাঁর আশিস কুণ্ডুর জনপ্রিয়তা কম নয়। এলাকায় বহু যুবক-যুবতী একসময়ে তাঁর ছাত্র কিংবা ছাত্রী ছিলেন। ব্যতিক্রম নন স্থানীয় যুবক রমজান ইসলাম। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তাঁকে পড়িয়েছিলেন আশিসবাবু। গৃহশিক্ষক আশিস কুণ্ডু শাসকদলের নেতাই শুধু নন, নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। কিন্তু, তাঁর প্রাক্তন ছাত্র রমজান ইসলাম আবার সিপিএমের সক্রিয় কর্মী। পঞ্চায়েত ভোটে আশিসবাবুর বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছে দল। ভোটের ময়দানে  একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গুরু ও শিষ্য। জোরকদমে চলছে প্রচার।

[মহেশতলায় বিজেপি প্রার্থী প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ]

কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক? এক সুর তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু ও সিপিএম প্রার্থী রমজান ইসলামের গলায়। শিক্ষক বলেন, ‘রমজান আমার ছাত্র ছিল। ও আমায় খুব শ্রদ্ধা করে। আমিও রমজানকে স্নেহ করি। পঞ্চায়েত ভোটে ও আমার প্রতিপক্ষ ঠিকই। তবে আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।’ আর ছাত্রের বক্তব্য, ‘আশিসকাকু আমার শিক্ষক ছিলেন। ওকে আমি খুবই সম্মান করি। শ্রদ্ধা করি। তবে জয় নিয়ে আমার কোনও সংশয় নেই। কিন্তু, রাজনীতি আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারবে না।’

[শিলিগুড়িতে আতঙ্কের অবসান, কুকুরের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement