সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকদ্বীপের নামখানায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারালেন সিপিএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাস। বুদাখালি গ্রাম পঞ্চায়েতে তাঁদের বাড়িতে দুষ্কৃতীরা আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বীকার করেছে শাসক দল৷ রবিবার গভীর রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নামখানা এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমোচ্ছিলেন৷ অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী দাস দম্পতির উপর হামলা চালায়৷ বাড়িতে পেট্রল ছড়িয়ে আগুন জ্বলিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ ঘুমের মধ্যে ঘরে আগুন লাগার ঘটনা তখনও কিছুই বুঝে উঠতে পারেননি দাস দম্পতি৷ আগুনের লেলিহান শিখা যখন গোটা বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ততক্ষণে আর কিছুই করা ছিল না৷ ঘুমের মধ্যেই কার্যত বেঘোরে প্রাণ হারালেন সিপিএমের দুই সক্রিয় কর্মী৷
এদিনের এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই বামকর্মী মহলে চাপা আতঙ্কের সৃষ্টি হয়৷ মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ দম্পতির অগ্নিদগ্ধ মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী-সমর্থকরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় কাকদ্বীপ থানার পুলিশ৷ উদ্ধার করা হয় দেহ৷ পুলিশ দেহ দুটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ তবে, এদিনের এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এদিনের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷
গোটা ঘটনায় দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলেছেন তিনি৷ অন্যদিকে, আজ সকালে আমডাঙায় এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠেছে৷ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তৈবু রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের তরফে জানানো হয়েছে৷ এদিন ঘাটালেও সিপিএম কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷ গুরুতর জখম অবস্থায় ওই বামকর্মীকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.