Advertisement
Advertisement
BJP supporter shaves head

Panchayat Poll: গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির, উল্লাসে নেড়া দলীয় সমর্থক

মানত পূরণে তিনি এমনটাই করবেন বলেই জানিয়েছিলেন।

WB Panchayat polls: BJP supporter shaves head । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2023 9:19 pm
  • Updated:July 13, 2023 9:19 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: মাথার চুল কামিয়ে নেড়া হলেন বিজেপি সমর্থক। ওড়ালেন গেরুয়া আবির। মানত পূরণে তিনি এমনটাই করবেন বলে জানিয়েছিলেন। মঙ্গলবার তাঁর কাঙ্খিত জয় পেয়ে বুধবার মাথা মুড়িয়ে ফেললেন মহিষাদলের লক্ষ‍্যা-১ গ্রামপঞ্চায়েতের চকমাশুড়িয়া গ্রামের বিজেপি সমর্থক দীপক দাস। আর তাঁর এই ব‍্যতিক্রমী কাণ্ড সাড়া ফেলেছে এলাকায়।

তাঁর এলাকা তৃণমূলের দখলে ছিল। দীর্ঘ পনেরো বছর তৃণমূল প্রতিনিধি জয়ী হয়েছেন ওই চকমাশুড়িয়া এলাকায়। কিন্তু রাস্তা, পথবাতি, পানীয় জল, নিকাশি ব‍্যবস্থার সমস‍্যা মেটেনি। নামমাত্র উন্নয়ন দিয়েই এতদিন ভোটে বাজিমাত করে এসেছেন শাসকদলের প্রতিনিধিরা। এবার পঞ্চায়েত নিয়ে নানা অভিযোগ ছিল। এলাকায় পরিবর্তনের হাওয়া ঘুরপাক খাচ্ছিল। বিজেপি সমর্থক হিসেবে দীপক পরিবর্তন নিয়ে এককাট্টা ছিলেন। সেজন্য গ্রামের কালী এবং শীতলা মন্দিরে মানত করেছিলেন যুবক। মঙ্গলবার ভোটের (Bengal Panchayat Election) ফলাফল প্রকাশে তাঁর সেই আশা পূরণ হল।

Advertisement

[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের জয়জয়কার, মিষ্টিতেও ‘সবুজ বিপ্লব’]

১৬ আসন বিশিষ্ট লক্ষ‍্যা-১ গ্রামপঞ্চায়েত। তাতে ৮টি তৃণমূল এবং ৮টি বিজেপির দখলে গিয়েছে। বিজেপির ৮টি আসনের মধ্যে চকমাশুড়িয়ার আসনটিও রয়েছে। সেখানে বিজেপির জয়ে ওই যুবকের লক্ষ‍্যপূরণ হয়েছে বলেই মানত রক্ষার জন‍্য গ্রামের শীতলা কালী মন্দিরে দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দেন। মাথার চুল কামিয়ে নেড়া হন। লক্ষ‍্যপূরণের পর মাতেন বিজয় উল্লাসে। দীপক জানান, “মন্দিরে মায়ের কাছে মানত করেছিলাম। বিজেপি জিতলে গ্রামের মন্দিরে পুজো দেব এবং নেড়া হব ভেবেছিলাম। মানত রক্ষা করতে তাই করলাম।”

[আরও পড়ুন: জল ভেবে কার্বলিক অ্যাসিড নিয়ে খেলা! ক্যানিংয়ের স্কুলে আহত ৬ শিশু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement