সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়নের মাটিতে ফুটল পদ্মফুল। বীরভূমের ময়ূরেশ্বরের মল্লারপুর-এক ও মহম্মদবাজারের গণপুর এখন বিজেপির দখলে। অন্যদিকে, এই দুই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলেও বিজেপির দখলে থাকা ময়ূরেশ্বর-দুই গ্রাম পঞ্চায়েত নিজের দখলে নিল তৃণমূল কংগ্রেস।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ময়ূরেশ্বরের মল্লারপুর-১ গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী বিজেপি। দু’টি আসনে এগিয়ে তৃণমূল। মহম্মদবাজারেও টিমটিম করে জ্বলছে শাসক দলের সলতে। এখানে সাতটি আসনের মধ্যে চারটি আসনে জয় লাভ করেছে বিজেপি। মাত্র একটি আসনেই এগিয়ে শাসকদল। অন্যদিকে, ময়ূরেশ্বর-দুই গ্রাম পঞ্চায়েতে পালটা দিয়েছেন অনুব্রত মণ্ডল। ‘পদ্মের গড়ে’ ঘাসফুল ফুটিয়েছেন তিনি। এখানে ১৫টি আসনের মধ্যে তিনটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। পরে ১২টি আসনে নির্বাচন হলে সাতটিতে জয় ছিনিয়ে নিল উন্নয়নের কাণ্ডারী। স্বভাবতই ময়ূরেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দখলে শাসক তৃণমূল।
ময়ূরেশ্বরের পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া হয়েছে। তবে ব্রাহ্মণ বহড়া গ্রাম পঞ্চায়েত থেকে ৩১০টি ভোটে জয়ী হয়েছেন বিজেপির দুধকুমার মণ্ডল। গত পুরভোটে বিজেপির জেলা সভাপতি ছিলেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে জড়িয়েছিলেন রাজনৈতিক তরজায়। তখন রাজনীতি ছেড়ে আসার সিদ্ধান্ত একপ্রকার নিয়েও ফেলেছিলেন দুধকুমার। তবে শেষপর্যন্ত রয়ে গেলেন দলে। জেলায় আহামরি ফল করেনি বিজেপি। তবে সামান্য মার্জিনে জয় ছিনিয়ে তিনি যেন উন্নয়নকেই থমকে দিলেন তার গড়ে। এদিকে মল্লারপুরে বিজেপির জয়ের খবর আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। জয়ের খবর আসতেই গণনাকেন্দ্রের আশপাশে বাড়তে থাকে ভিড়। বিজেপি কর্মী সমর্থকরা দলে দলে গণনাকেন্দ্রের বাইরে জড়ো হতে শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনিতেই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে প্রবেশ নিষেধ। নির্দেশ অগ্রাহ্য করেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে হাতাহাতি লাগতে সময় নেয়নি। রাজনৈতিক সংঘর্ষ এড়াতে আসরে নামেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। রীতিমতো জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
WATCH: Security Personnel lathi charge TMC and BJP workers who clashed outside a counting centre in Birbhum. #WestBengal #PanchayatElections pic.twitter.com/KP1rT0EK1a
— ANI (@ANI) May 17, 2018
ছবি: বাসুদেব ঘোষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.