সংগ্রাম সিংহরায়, কোচবিহার: ভোটের লড়াই এবার ঘরের চৌকাঠেও৷ ভোটের দিনক্ষণ নির্ধারণ নিয়ে হাই কোর্টে মামলার জট না কাটলেও জেলায় জেলায় অব্যাহত ভোটের উত্তাপ৷ অব্যাহত হিংসা৷ চলছে আক্রমণ৷ বাদ যাচ্ছে না বিরোধী দলের সদস্যদের উপর হামলার ঘটনা৷ বিজেপি নেত্রীর মেয়েকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনি এলাকায়৷
আহত শিখা দাসকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অভিযোগ, তাঁর মা যাতে বিজেপি না করে তার জন্য তৃণমূলের কর্মীরা অনেকদিন ধরে উপর চাপ সৃষ্টি করছিল৷ কিন্তু সেসব কোথায় কান দেননি তিনি৷ বুধবার শিখা যখন মামার বাড়ি যাচ্ছিলেন, সেই সময় দু’জন তৃণমূলের কর্মী স্কুটিতে করে এসে তাঁর হাত ধরে টেনে রাস্তায় ফেলে দেয়৷
রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় ও বুকে আঘাত পান৷ আরও অভিযোগ, শিখার মা যদি মনোনয়ন পত্র না তুলে নেন তাহলে বাড়ির সবাইকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷ যদিও গুড়িয়াহাটি ২ নং ব্লকের তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তবে ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ওই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে৷
নির্যাতিতার মা বিজেপি নেত্রী লক্ষ্মী দাস জানান, তিনি ভোটে দাঁড়াননি। তাহলে কেমন করে তিনি মনোনয়ন পত্র তুলে নেবেন? তিনি আরও বলেন, “আমি গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথের সভাপতি। আমি বিজেপি করি বলেই আমরা মেয়ের উপর তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.