Advertisement
Advertisement

বিজেপি নেত্রীর মেয়েকে রাস্তায় ফেলে মারধর, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

WB panchayat polls:  BJP leader’s daughter thrashed in Cooch Behar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2018 7:14 pm
  • Updated:April 19, 2018 9:13 pm  

সংগ্রাম সিংহরায়, কোচবিহার: ভোটের লড়াই এবার ঘরের চৌকাঠেও৷ ভোটের দিনক্ষণ নির্ধারণ নিয়ে হাই কোর্টে মামলার জট না কাটলেও জেলায় জেলায় অব্যাহত ভোটের উত্তাপ৷ অব্যাহত হিংসা৷ চলছে আক্রমণ৷ বাদ যাচ্ছে না বিরোধী দলের সদস্যদের উপর হামলার ঘটনা৷ বিজেপি নেত্রীর মেয়েকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রজিৎ কলোনি এলাকায়৷

আহত শিখা দাসকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভরতি করা হয়েছে৷ অভিযোগ, তাঁর মা যাতে বিজেপি না করে তার জন্য তৃণমূলের কর্মীরা অনেকদিন ধরে উপর চাপ সৃষ্টি করছিল৷ কিন্তু সেসব কোথায় কান দেননি তিনি৷ বুধবার শিখা যখন মামার বাড়ি যাচ্ছিলেন, সেই সময় দু’জন তৃণমূলের কর্মী স্কুটিতে করে এসে তাঁর হাত ধরে টেনে রাস্তায় ফেলে দেয়৷

Advertisement

রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় ও বুকে আঘাত পান৷ আরও অভিযোগ, শিখার মা যদি মনোনয়ন পত্র না তুলে নেন তাহলে বাড়ির সবাইকে তুলে নিয়ে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷ যদিও গুড়িয়াহাটি ২ নং ব্লকের তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।  তবে ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ওই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে৷

নির্যাতিতার মা বিজেপি নেত্রী লক্ষ্মী দাস জানান, তিনি ভোটে দাঁড়াননি। তাহলে কেমন করে তিনি মনোনয়ন পত্র তুলে নেবেন? তিনি আরও বলেন, “আমি গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথের সভাপতি। আমি বিজেপি করি বলেই আমরা মেয়ের উপর তৃণমূলের লোকজন এই হামলা চালিয়েছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement