রঞ্জন মহাপাত্র, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটে বুথে হামলার ছক৷ হাতিয়ার লঙ্কা গুঁড়ো আর ভোজালি৷ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ২ মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতেরা বিজেপি সমর্থক বলে অভিযোগ৷
[পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন]
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট মোটের উপর শান্তিপূর্ণই বলা চলে৷ কিন্তু, অশান্ত দক্ষিণবঙ্গ৷ এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে পাঁচজনের৷ তবে সকাল থেকে পূর্ব মেদিনীপুরে বড় কোনও অশান্তির খবর মেলেনি৷ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল কাঁথির ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ নম্বর বুথেও৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলার দিকে জামার ভিতর ভোজালি নিয়ে ওই বুথে ঢোকার চেষ্টা করেন এক যুবক৷ সতর্ক ছিলেন বুথের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা৷ বাধা দিলে, ওই যুবকের সঙ্গে পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়৷ শেষপর্যন্ত পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ তবে তাঁর সঙ্গী অন্য এক যুবক ধরা পড়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের পকেটে লঙ্কা গুঁড়ো ছিল৷ ওই দুই যুবক লঙ্কা গুঁড়ো ও ভোজালি নিয়ে কাঁথির ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ বুথে হামলার ছক কষেছিল৷ এদিকে, এই ঘটনার পর আবার ওই বুথে হাজির হন আরও বেশ কয়েকজন৷ পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি হয়৷ গ্রেপ্তার করা হয় ২ মহিলা-সহ ৩ জনকে৷ কাঁথি থানার নিয়ে যাওয়ার সময়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা অভিযুক্তদের ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ৷ কিন্তু, পুলিশের গাড়ি চালকের উপস্থিত বুদ্ধিতে সেই ছকও বানচাল হয়ে যায়৷
[বুথের মধ্যেই আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থী, শাড়ি ছেঁড়ার অভিযোগ]
কাঁথি ১ নম্বর ব্লকের সিরিয়া ১৪৯ নম্বর বুথে প্রার্থী দিয়েছে তৃণমূল৷ দলের প্রতীকে প্রার্থী না দিলেও, বিজেপির সমর্থন পেয়েছেন এক নির্দল প্রার্থী৷ এই বুথে ভোটের লড়াই দ্বিমুখী৷ অভিযোগ, ভোজালি ও লঙ্কা গুঁড়ো নিয়ে হামলা ছক কষেছিল বিজেপি৷ ধৃতের সকলেই গেরুয়া শিবিরের লোক৷
[জলপাইগুড়িতে দাউদাউ করে জ্বলল ব্যালট, রাজারহাটে ভেজানো হল জল ঢেলে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.