Advertisement
Advertisement

পদ্ম নয়, নলহাটিতে আমেই ভরসা বিজেপির দুই প্রার্থীর

পদ্মবনে ধরেছিল মুকুল, এবার তা হয়েছে আম।

WB panchayat polls: BJP backs independent in Birbhum to thwart TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2018 2:29 pm
  • Updated:May 5, 2018 2:29 pm  

নন্দন দত্ত, সিউড়ি: বিজেপির প্রতীক এখন ‘আম’! পড়ে নিশ্চয়ই চমক লাগছে। ঠিকই পড়েছেন। গত বছরই পদ্মবনে ধরেছিল মুকুল। এবার তা ফুটে হয়েছে আম। এমন ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে। পদ্মের বদলে এই  দুই আসনে প্রার্থীরা দেওয়াল লিখনে ব্যবহার করছে আম। তবে পদ্মশিবির এখন ভোটারদের সেই আম চিহ্ন চেনাতে হিমশিম খাচ্ছে।

নলহাটি এক নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৩৯টি। নির্বাচনের আগেই পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে মাত্র তিনটি পঞ্চায়েতের আটটি আসনে নির্বাচন হবে। যার মধ্যে রয়েছে বানিওর গ্রাম পঞ্চায়েতের চারটি আসন। সেখানে সিপিএম ও বিজেপি যথাক্রমে দুটি করে আসনে প্রার্থী দিতে পেরেছে। বানিওর গ্রামের ৩ নম্বর সংসদ এবং বাহাদুরপুর গ্রামের ১৫ নম্বর সংসদে প্রার্থী হয়েছেন বিজেপির নয়ন কোনাই ও সেন্টু ঘোষ। পদ্ম চিহ্নে নয়, তারা বিজেপি প্রার্থী হয়ে লড়াই করছে ‘আম’ প্রতীকে। কেন এমন প্রতীকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত?  উত্তরে প্রার্থী নয়ন কোনাই জানিয়েছেন, গত ৫ এপ্রিল বিরোধীরা জোট গড়ে নলহাটির ১ নম্বর ব্লকে ঢুকে মনোনয়ন জমা দিয়েছিল। সেদিনই মনোনয়ন জমা করেছিলেন দুই বিজেপি প্রার্থী নয়ন কোনাই ও সেন্টু ঘোষ। তবে সেদিন প্রতীক জমা দিতে পারেননি তারা। কিন্তু পরে ব্লকে গিয়ে প্রতীক জমা করার সাহস হয়নি তাঁদের। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসর লোকজন মনোনয়ন তোলার জন্য চাপ সৃষ্টি করছিল তাঁদের উপরে। ফলে আম প্রতীকে বিজেপি সমর্থিত নির্দল হয়ে নির্বাচনের ময়দানে লড়বেন তাঁরা। এমনই জানিয়েছেন বিজেপির দুই প্রার্থী।

Advertisement

বিজেপির আম প্রার্থী সেন্টু ঘোষ জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার পর থেকে শাসকদল এবং পুলিশের অত্যাচারে পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁদের। বিজেপির জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা জানিয়েছেন, পুলিশ ও শাসকদলের মস্তান বাহিনীর অত্যাচার চরমে উঠেছে বীরভূমের বিভিন্ন স্থানে। সেই কারণেই বানিওর গ্রামের দুই প্রার্থী আমাদের প্রতীক জমা দিতে যাওয়ার সাহস পায়নি। তবে আম প্রতীকেই ওই অঞ্চলে বাজিমাত করবে পদ্মশিবির এমনই আশা প্রকাশ করেছেন সমীরণ সাহাসহ দুই বিজেপি সমর্থিত দুই নির্দল প্রার্থী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement