সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য দুই ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন ভাঙরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা। নির্দল প্রার্থী ফতেমা বিবির দাবি, আরাবুলের সঙ্গে মোবাইল কথোপকথনে রেকর্ডিং-সহ স্থানীয় থানায় এফআইআর করেছেন। কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুক্রবার গোটা ঘটনা জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলেন তিনি।
[মনোনয়ন প্রত্যাহার বিরোধীদের, ভোটের আগেই পঞ্চায়েত দখল তৃণমূলের]
গত বছর পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। জমি অধিগ্রহণ রুখতে জমিরক্ষা কমিটি গড়ে আন্দোলনে নেমেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে ভাঙড়ে পাওয়ার-গ্রিড প্রকল্প আপাতত স্থগিত রেখেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এবারে পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন জমিরক্ষা কমিটির সদস্যরা। তাঁদেরই একজন ফতেমা বিবি। ভাঙরের পোলেরহাট ২ নং অঞ্চলের ১০২ নম্বর বুথের নির্দল প্রার্থী হয়েছেন তিনি। ফতেমা বিবির অভিযোগ, মনোনয়ন পেশের পর থেকে তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে ৩০ জন অনুগামীকে নিয়ে ফতেমা বিবির বাড়িতে চড়াও হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ওই নির্দল প্রার্থীর দুই ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন তিনি। তাদের নিজের বাড়িতেই আটকে রেখেছেন শাসকদলের এই নেতা।
[বিজেপির জয়ের কলঙ্ক থেকে বাংলাকে মুক্ত রাখুন, বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর]
ঘটনায় আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর করেছেন ফতেমা বিবি। ওই নির্দল প্রার্থীর দাবি, আরাবুল যখন ফোন করে হুমকি দিচ্ছিলেন, তখন তাঁর কথোপকথন রেকর্ড করেছেন। এফআইআরের সঙ্গে সেই রেকর্ডিংটিও পুলিশকে দিয়েছেন তিনি। কিন্তু, কোনও লাভ হয়নি। অভিযোগ, ঘটনায় নীরব দর্শকের ভূমিকায় ভাঙর থানার পুলিশ। শুক্রবার গোটা জানিয়ে দক্ষিণ ২৪ পরগনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতে ভোট নির্দল প্রার্থী ফতেমা বিবি।
[ইস্তাহারে মিথ্যে প্রতিশ্রুতি নয়, রাজনৈতিক দলগুলির কাছে আরজি মুখ্যমন্ত্রীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.