অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election 2023 )আগে জোট হতেই তাতে জট পাকিয়ে গেল পাহাড়ে। রবিবার সন্ধেয় একপ্রকার ঢাকঢোল পিটিয়ে বিমল গুরুং, অজয় এডওয়ার্ডকে পাশে নিয়ে বিজেপি সাংসদ নতুন রামধনু জোট ইউনাইটেড গোর্খা মঞ্চ তৈরি করেন। কিন্তু সোমবারই জোটসঙ্গীদের না জানিয়ে প্রার্থী ঘোষণা করলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। তিনি তাঁর দলের মহিলা প্রতিনিধি রেশমা গুরুংকে এদিন টিকিট দেন। এদিকে তাঁর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জোটসঙ্গী জিএনএলএফ ও গোর্খা জনমুক্তি মোর্চা। এভাবে প্রার্থী ঘোষণা তাঁরা মেনে নিতে পারেনি। জিএনএলএফ তো হুমকির সুরে বলেছে, এর ফল ভোগ করতে হবে অজয়কে।
অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রামধনু জোট করেছে বিজেপি। তাঁরা আলোচনা করে ঠিক করেন জোটের নাম। এছাড়া সকল দলকে জানানো হয় একসঙ্গে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যে যেখানে শক্তিশালী সে সেখানেই প্রার্থী। আগে একটি প্রতীক চিহ্ন বাছাই করে তারপর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কিন্তু এসবের তোয়াক্কা না করেই সোমবার সকালে হঠাৎ একজন প্রার্থীর নাম ঘোষণা করে দেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। যা কোনওভাবেই মেনে নিতে পারেনি তার শরিকদল।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বা বলেন, “আমরা ওদের ডাকিনি ওঁরা রাতের অন্ধকারে এসে আমাদের সঙ্গে জোট করেছিল। এখন নিজেই নিয়ম ভাঙছেন। এর ফল ওকে ভোগ করতে হবে। কেউ ওর প্রার্থীদের ভোট দেবে না। কারণ আমরা ঠিক করেছিলাম একসঙ্গে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।” অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমি তো জানি না এরকম হয়েছে। যদি এরকম করে থাকে তাহলে তা ঠিক করেনি। আমি বিষয়টা নিয়ে খোঁজ খবর নিচ্ছি।”
এদিকে এই রামধনু জোটকে তীব্র কটাক্ষ করলেন জিটিএ প্রধান অনীত থাপা। জোট হওয়াতে তার সুবিধাই হল বলে মন্তব্য অনীতের। তিনি বলেন, “নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। আমাকে হারানোর জন্য সবাই এক হয়েছে। কিন্তু তাতেও লাভ হবে না। নির্বাচনে আমরাই জিতব। আসলে যাদের নিজের ওপর কোনও বিশ্বাস নেই তাই জোট করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.