Advertisement
Advertisement

Breaking News

ভোটের আগে বিস্ফোরণ কাঁকসায়, অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূলে চাপানউতোর

দুর্ঘটনাগ্রস্ত দোকান দুটিতেই বসতেন বিজেপি কর্মীরা।

WB panchayat poll violence continues, bombs hurled in Kanksa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2018 8:57 pm
  • Updated:May 12, 2018 8:59 pm  

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নির্বাচনের আগে শক্তিশালী বোমা বিস্ফোরণ পশ্চিম বর্ধমানের কাঁকসায়৷ সঙ্গে একটি দোকানে ভাঙচুরেরও ঘটনা ঘটে বলে অভিযোগ৷ কাঁকসার বিরুডিহায় পলাশডাঙায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

[ কর্মী আবাসনে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার, জলপাইগুড়িতে চাঞ্চল্য ]

Advertisement

শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে৷ শুক্রবার মাঝরাতে একটি চায়ের দোকানের সামনে শক্তিশালী বোমা ফাটে৷ দোকানের মালিক রাজু ঘরামির অভিযোগ, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন৷ তবুও তাঁর দোকানে কারা কেন বোমা ফেলল তা তিনি বুঝে উঠতে পারছেন না৷  অভিযোগ, চায়ের দোকানের পাশেই একটি মুদিখানার দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা৷ দোকান মালিক রিনা চৌধুরি জানান, “দোকান খুলতে এসে দেখি দোকানের ছাদ ভাঙা৷ জানলা ভেঙে দোকানের সমস্ত জিনিস নষ্ট করে দিয়েছে৷”

[ দিদির টানেই জীর্ণ স্কুলের ভোলবদল ভাইয়ের, নাচে-গানে ধন্যবাদ পড়ুয়াদের ]

খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা ঘটনাস্থলে আসেন৷ তিনি বলেন, “এই দু’টি দোকানে বিজেপির কর্মী সমর্থকরা অবসর সময়ে বসে থাকেন৷ এই কারণেই তৃণমূলী গুন্ডারা  তাণ্ডব চালিয়েছে৷ অযথা ভিতি প্রর্দশন করতেই এটা করা হয়েছে৷” ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও এলাকায় যান৷ এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তাঁরা৷ ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়৷  ঘটনার তীব্র নিন্দা করে বিদায়ী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবদাস বক্সি জানান, “গোটা ঘটনাটাই সাজানো হয়েছে শাসকদলকে বদনাম করতে৷ তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন৷ ভোটের আগে সন্ত্রাসের আবহাওয়া তৈরির চেষ্টা করছে বিজেপি৷”

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদানে ব্যবহৃত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে৷ তার নমুনা সকালেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ঘটনাস্থলে৷ সেই নমুনা সংগ্রহ করে নিয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement