দেব গোস্বামী, বোলপুর: আদিবাসীদের শিল্প, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এবার পঞ্চায়েত ভোট উৎসবের দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা জারি করল শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকার আদিবাসী গ্রামগুলি। প্রায় সব ভোটেই (WB Panchayat Poll 2023) ব্যতিক্রমী ছবি দেখা যায় শান্তিনিকেতনের বল্লভপুরডাঙা, সরকারডাঙা, খেলেডাঙা-সহ বেশ কয়েকটি আদিবাসী গ্রামে।
সম্প্রতি বনেরপুকুরডাঙা বোলপুর পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে বোলপুর এক নম্বর ওয়ার্ডে। এছাড়াও সোনাঝুরি পল্লির তিনটি আদিবাসী গ্রামে এবারও নেই ভোটের দেওয়াল লিখন। গ্রামবাসীদের দাবি, ভোটের সময় দেওয়াল লিখন করলে বা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার-ব্যানার, হোর্ডিং লাগানো হলে তাঁদের নিজস্ব সংস্কৃতি অনেকটাই নষ্ট হবে। আদিবাসী সংস্কৃতির বাড়ি দেওয়ালগুলিতে শুধুই ফুল-পাখি-পশুর ছবিই চোখে পড়ে এখানে। আর রাজনৈতিক দলগুলিও সমর্থন জানাচ্ছেন তফসিলি জাতিভুক্ত গ্রামগুলিকে।
রবীন্দ্রনাথের ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরি জঙ্গলের ঠিক পাশেই রয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রাম খেলেডাঙা, বল্লভপুরডাঙা,ও সরকারডাঙা।এই আদিবাসী গ্রামগুলিতে ছোট বড় পরিবার মিলিয়ে প্রায় ৭৫০টি পরিবার বসবাস করেন। অসংখ্য ছবির শুটিং হয়েছে এই গ্রামগুলিতে। সারাবছর শান্তিনিকেতনে আসা পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণীয় এই গ্রামগুলি।আদিবাসী গ্রামগুলিতে সবচেয়ে আকর্ষণীয় আদিবাসীদের দৈনন্দিন জীবন ও তাদের সমাজ। গ্রামের প্রত্যেকটি মাটির দেওয়ালে বিভিন্ন শিল্প-সংস্কৃতিমূলক মাটির নানা শিল্পকলা ফুটে রয়েছে। সেই শিল্পকলা বাঁচাতেই রাজনৈতিক ভোট প্রচারের দেওয়াল লিখন নিষিদ্ধ করেছে গ্রামবাসীরা।
গ্রামবাসী রাম সরেন, জংলা হাঁসদা, বিশু মার্ডডিদের কথায়, “রাজনৈতিক দলগুলি প্রচার করুক। প্রত্যেকটি বাড়ি বাড়ি গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ করুক। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু আপত্তি একটাই, আদিবাসী গ্রামগুলিতে শিল্পসত্তা বেঁচে থাকুক।” অন্যদিকে সঞ্জয় দাস বলেন, “এখন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোন প্রচার চোখে পড়েনি। আর রাজনীতির চড়া রং দেওয়াল দখল করুক তা চাইছেন না গ্রামবাসীরাও।” জেলার কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, “আদিবাসী অধ্যুষিত এলাকায় তাঁদের সংস্কৃতিকে সম্মান জানাতেই দেওয়াল লিখন করা হয়নি। তাছাড়া রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী গ্রামগুলিতে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। শুধুমাত্র জেলা পরিষদের আসনেই এবার ভোট হবে।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.