Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Poll

WB Panchayat Poll: মনোনয়ন পর্বের পরও থমথমে ভাঙড়, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার ৭ ব্যাগ বোমা, আতঙ্কে স্থানীয়রা

পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড় যাচ্ছেন রাজ্যপাল।

WB Panchayat Poll: huge amount of bomb recovered from Bhangar | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 16, 2023 11:17 am
  • Updated:June 16, 2023 12:06 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: মনোনয়ন শেষ হয়েছে বৃহস্পতিবারই। তবে শুক্রবারও থমথমে ভাঙড় (Bhangar)। বাতাসে এখনও বারুদের গন্ধ। যে কোনও মুহূর্তে অশান্তির আশঙ্কায় ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন  তুলছেন স্থানীয়রা। এদিকে ভাঙড় থানার ঢিল ছোঁড়া দূর থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা।

ভাঙড় রয়েছে ভাঙড়েই। গত কয়েকদিনে তা প্রমাণ হয়ে গিয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রীতিমতো জ্বলেছে ভাঙড়। প্রাণ গিয়েছ। জখম হয়েছে বহু। এখনও বিভিন্ন জায়গায় পড়ে গাড়ির ভগ্নাংশ। শুক্রবার সকালেও আতঙ্কের ছাপ স্পষ্ট স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে। সকলেই শান্তি চান। তাঁদের কথায়, পুলিশ- প্রশাসন যদি পদক্ষেপ করতে না পারেন তাহলে আদালত আছে, সেখানে যাক। কিন্তু এভাবে অশান্তি চলতে পারে না। এই আতঙ্কের পরিবেশের মাঝেই শুক্রবার সকালে ভাঙড় থানার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ ব্যাগ বোমা। মনোনয়নে অশান্তির জন্যই যে এই বোমা মজুত করা হয়েছিল, তা বলার অপেক্ষা রাখে না। শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজভবন থেকে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।  এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাংলার মানুষকে বুঝতে পারছেন না রাজ্যপাল।”

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগেই জয়! রঘুনাথগঞ্জের ২ টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে]

প্রসঙ্গত, বৃহস্পতিবারের অশান্তিতে জখম ৪ জনকে গতকাল রাতেই আরজি হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁর মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। রাতেই তাঁকে ট্রমাকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক।

 

[আরও পড়ুন:কেশপুর আছে কেশপুরেই! বিনা প্রতিদ্বন্দিতায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জয়ী TMC ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement