Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Poll

WB Panchayat Poll: লাঠি-রড-ছুরি নিয়ে হামলা, ভোট পরবর্তী গলসিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত অন্তত ৬

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

WB Panchayat Poll: CPM and TMC clashed at Galsi, six injured | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2023 4:21 pm
  • Updated:July 14, 2023 4:22 pm  

সৌরভ মাজি, বর্ধমান: পঞ্চায়েত ভোট (Panchayat Election) পর্বে একাধিকবার রাজনৈতিকভাবে তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের (Burdwan) একাধিক জায়গা। সংঘর্ষের খবরাখবরও মিলেছে। ভোট মিটলেও সেই পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। শুক্রবার ভোট পরবর্তী সময়ে ফের রাজনৈতিক হিংসায় অশান্ত হয়ে উঠল গলসি। লাঠি, রড দিয়ে আক্রমণ, পালটা আক্রমণ, বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম, কংগ্রেস। হামলায় জখম দু’পক্ষের ৬ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, শুক্রবার বেলা ১১ টা নাগাদ গলসি (Galsi) ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, শাসকদলের সমর্থকরা সিপিএম (CPM)ও কংগ্রেস সমর্থকদের উপরে চড়াও হয়। এরপরই এক মহিলা-সহ চার সিপিএম সমর্থক উপর হামলা চালানো হয়। পালটা পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য জাহাঙ্গির শেখের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের করকডাল গ্রামে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলকে রুখতে বিজেপির সঙ্গে কং-সিপিএমকেও আহ্বান শুভেন্দুর, ‘স্ট্র্যাটেজি’ খারিজ সুকান্তর]

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনায় আহত হয়েছেন সিপিএম সদস্য সাগর মল্লিক, রাফিজুল মল্লিক, মফিজুর মল্লিক, তাজমিরা মল্লিক ও মুক্ত মল্লিক। এছাড়া আহত তৃণমূলের সদ্য নির্বাচিত পারাজ গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির শেখও ভরতি হাসপাতালে।

[আরও পড়ুন: ব্যর্থতা ভুলে ফের সফলভাবে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩, লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement