Advertisement
Advertisement
Condom on BJP flag at Jalpaiguri

WB Panchayat Poll: বিজেপির দলীয় পতাকায় কন্ডোম! অভিযোগ জানাতে থানায় গেরুয়া শিবির

অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

WB Panchayat Poll: Condom on BJP flag at Jalpaiguri, police complaint lodged । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 29, 2023 8:16 pm
  • Updated:June 29, 2023 8:16 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কন্ডোম। বিজেপির দলীয় পতাকায় কন্ডোম লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিকারপুর চা বাগানের ডিপো লাইনের ১৮/১৫১ নম্বর বুথের বিজেপি প্রার্থী অলকা কুজুরের প্রচারে লাগানো বিজেপির দলীয় পতাকায় কন্ডোম লাগিয়ে দেওয়ার অভিযোগ।

বৃহস্পতিবার সকালে ঘটনা নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ডিপো লাইনের বিজেপি প্রার্থী অলোকা কুজুর। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপি। অভিযোগ, অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া পরিকল্পনা TMC’র, কী জানালেন কুণাল?]

বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস অভিযোগ করেন, “বৃহস্পতিবার সকালে আমাকে আমার দলের নেতারা ফোন করে বিষয়টি জানায় শিকারপুর চা বাগানে বিজেপি দলীয় পতাকায় কন্ডোম লাগিয়ে দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলে আসি। দেখি সত্যি এই নির্লজ্জ কাজটি করা হয়েছে। আমরা মনে করি এটা তৃণমূল ছাড়া কেউ করেনি। আমরা বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি।” রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের বিজেপি প্রার্থী অলোকা কুজুর বলেন, “আজ যা হল তা ভাল হল না। শিকারপুরে আমাদের দলের অবস্থা যথেষ্টই ভাল। পতাকাটি পুলিশ নিয়ে গিয়েছে। বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে।”

[আরও পড়ুন: হিন্দু পরিচয়ে বিয়ে, স্ত্রীকে ধর্ষণে মদত, আদ্রার TMC নেতা খুনের মূলচক্রীর কীর্তিতে হতবাক পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement