Advertisement
Advertisement
WB Panchayat Poll

WB Panchayat Election 2023: তৃণমূলের বিরুদ্ধে ভোট করালে জ্বলবে বাড়ি! হুমকি পোস্টার ঘিরে শোরগোল মুর্শিদাবাদে

বিজেপির দিকে অভিযোগের আঙুল তৃণমূলের।

WB Panchayat Poll: BJP complains TMC allegedly postering to threat villagers in Murshidabad
Published by: Paramita Paul
  • Posted:June 18, 2023 12:18 pm
  • Updated:June 18, 2023 12:24 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll) আগে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের নামাঙ্কিত পোস্টার পড়েছে। যেখানে দাবি করা হয়েছে, তৃণমূলের বিপক্ষে কেউ ভোট করার চেষ্টা করলে তাঁর বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপি হার নিশ্চিত জেনে মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

রবিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ ব্লকের রানিনগর গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রামের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখতে পান একাধিক বাড়ির দেওয়ালে তৃণমূলের নামে কেউ বা কারা হুমকি পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছেন। পোস্টারে হুমকি দেওয়া হয়েছে, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপক্ষে যদি কেউ ভোট করার চেষ্টা করে তাঁদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হবে। মা-বোনেদের তুলে নিয়ে যাওয়া হবে। পুলিশ অভিযোগ জানিয়েও কোনও ফল পাওয়া যাবে না।” পোস্টারের নিচে তৃণমূলের নাম লেখা রয়েছে। তবে রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার মেরে গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা, আবহাওয়া বদল কবে?]

 

 

এই পোস্টার দেখার পর থেকেই আতঙ্কে ভুগছেন জেঠিয়া গ্রামের বাসিন্দারা। এ প্রসঙ্গে গ্রামেরই একা বাসিন্দা পলাশ কুমার দাস বলেন, “আমাদের গ্রামে কোনও অশান্তি নেই। তাই কে এই পোস্টারগুলো মেরেছে আমরা জানি না ।আজ সকালে ঘুম থেকে উঠে আমরা এই পোস্টারগুলো দেখতে পাচ্ছি । আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।” 

[আরও পড়ুন: গর্জনই সার, নিজের বিধানসভা এলাকার প্রত্যেক বুথে প্রার্থীই দিতে পারলেন না শুভেন্দু]

রানিনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সায়নদীপ দাস বলেন, “এই গ্রাম পঞ্চায়েত এবার বিজেপির দখলে যাবে। তাই তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা ভয় পেয়ে হুমকি পোস্টার লাগিয়ে আমাদের সদস্য, সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করছে।” পালটা দিয়েছে তৃণমূলও। রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন,'”এবারের পঞ্চায়েত নির্বাচনে জেঠিয়া গ্রামে তৃণমূল প্রার্থী কে হবেন, তা গ্রামবাসীরা একত্রে বসে আলোচনা করে ঠিক করেছেন। বিজেপি জানে, এবারও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করতে চলেছে। তাই মানুষকে ভয় দেখাতে এধরনের ভুয়ো পোস্টার লাগিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement