জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গ্রামে জিতেছে বিজেপি৷ ভোটের দিন বিজেপি কর্মীদের রান্নাবান্না করে খাওয়ানোর অপরাধ। এক কৃষকের জমির ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ বুধবার রাতের এই ঘটনায় মধ্য কালোপুর গ্রাম পঞ্চায়েতের ৬৪ নম্বর বুথে চাঞ্চল্য ছড়াল৷ বনগাঁ থানাায় অভিযোগ জানিয়েছেন কৃষক তরুণ বিশ্বাস৷
ওই ব্যক্তি নিজের জমিতে চাষবাসের পাশাপাশি ক্যাটারিংও করেন। ভোটের (WB Panchayat Poll) দিন দুপুরে ৬৪ নম্বর বুথের বিজেপি কর্মীদের অর্থের বিনিময়ে রান্না করে খাওয়ান৷ আক্রশে প্রায় এক বিঘা জমির ওলের খেত, পেঁপে গাছ, পটল খেত নষ্ট করে দেওয়া হয়। তৃণমূলই এই কাজ করেছে বলেই অভিযোগ।
মাঝের পাড়ার ৬৪ নম্বর বুথ থেকে জয়ী হন বিজেপি প্রার্থী পরিমল বিশ্বাস৷ তিনি বলেন, “তরুণ রাজনীতি করেন না। তিনি ভোটের দিন দুপুরে আমাদের কর্মীদের রান্না করে খাইয়েছিলেন৷ ভোটের ফলাফলে তৃণমূল এখানে পরাজিত হয়েছে। আক্রোশে ওঁর জমির ফসল কেটে নিয়েছে দুষ্কৃতীরা৷ অবশ্যই তারা তৃণমূলের লোক।”
স্থানীয়দের দাবি, গত ৫০ বছরের মধ্যে এমন ঘটনা কখনও এলাকায় ঘটেনি৷ এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, “তৃণমূল এই সংস্কৃতিকে বিশ্বাসী নয়। দু-এক জায়গায় ভোটে জিতে প্রচারের আলোয় আসার জন্য এখন নিজেরা বিভিন্ন অপকর্ম করে তৃণমূলের নামে চালাচ্ছে বিজেপি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.