Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: ভোটের কয়েকঘণ্টা আগে মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর ভাইকে পিটিয়ে ‘খুন’, অভিযুক্ত TMC

রাজ্যপালের সফরের দিনেও মুর্শিদাবাদ জুড়ে চলছে অশান্তি।

Panchayat Election: A congress worker allegedly Killed by TMC in Musrhidabad | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2023 11:11 am
  • Updated:July 7, 2023 1:33 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের দিন অর্থাৎ পঞ্চায়েত ভোটের(Panchayat Election) ঠিক আগেরদিন হিংসার বলি হল আরও ১।  মুর্শিদাবাদের ইসলামপুরের রায়পুরে প্রাণ গেল এক কংগ্রেস কর্মীর। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। আর গোটা ঘটনার নেপথ্যে নাকি তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পঞ্চায়েত ভোটেকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার গভীর রাতেও রায়পুরে অশান্তি হয় বলে খবর। অভিযোগ, এরপর শুক্রবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রায়পুরের এক কংগ্রেস প্রার্থীর ভাই অর্থাৎ মৃত অরবিন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে লাঠি, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করা হয়। লাথি মারা হয় বুকে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  অর্থাৎ রাজ্যপালের সফরের দিনেও মুর্শিদাবাদে ভোটের বলি বৃদ্ধ।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election: পঞ্চায়েত ভোটে ফের ঝরল রক্ত, দিনহাটায় গুলিবিদ্ধ অন্তত ৩]

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, এই খুনের নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেও তৃণমূল ও কংগ্রেসের অশান্তিতে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement