সংবাদ প্রতিদিন ব্যুরো: মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি। শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ডোমকল, আসানসোলের বারাবনি, কাটোয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুর। বিরোধীদের দাবি, রাজ্যের শাসকদল তৃণমূল তাঁদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
মনোনয়ন জমার প্রথম দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন এক কংগ্রেস কর্মী। থমথমে গোটা এলাকা। তারই মাঝে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ডোমকল। অভিযোগ, মনোনয়ন জমা দিতে সিপিএম-কংগ্রেসকে বাধা দেওয়া হয়। বাম-কংগ্রেসের অভিযোগ, তৃণমূলই বাধা দিচ্ছে তাদের। সিভিক ভলান্টিয়ারদের সাহায্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুর্শিদাবাদের পাশাপাশি উত্তপ্ত আসানসোলের বারাবনিও। সেখানে তৃণমূল এবং সিপিএম কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলেই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
কাটোয়া ১ নম্বর ব্লক অফিসে বিজেপি মহিলা নেত্রীর উপর হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। শনিবার মনোনয়নপত্র দাখিল করতে যান বিজেপির মহিলা নেত্রী সীমা ভট্টাচার্য। অভিযোগ, গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের তাড়া করে তৃণমূল। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি।
কোতুলপুর, ইন্দাসের পর মনোনয়নের দ্বিতীয় দিনে বাঁকুড়ার বিষ্ণুপুরে অশান্তির আবহ। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই বিজেপি প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, বীরভূমের লাভপুরেও মনোনয়ন জমা ঘিরে অশান্তি। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের এক কর্মীর হাত ভেঙে গিয়েছে। আরেকজন ভরতি হাসপাতালে।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি নিয়ে নালিশ জানাতে রাজভবনে বিজেপি প্রতিনিধিদল। কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়, রাজভবন থেকে বেরিয়ে জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.