সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোনয়ন পেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গল ও বুধবার কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ক্যানিং ও ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজির সঙ্গে চলছে গুলি। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুলিশ ও ব়্যাফ। পরিস্থিতি ঠিক কী, তা জানতে বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও এসপি কে ফোন করলেন রাজ্য নির্বাচন কমিশনার। রিপোর্ট তলব করেছেন বলেই খবর।
একদিকে ভাঙড়, অন্যদিকে ক্যানিং। দুদিন ধরে মনোনয়নকে কেন্দ্র করে উত্তাল এই দুই এলাকা। ভাঙড়ে নওশাদ সিদ্দিকির আইএসএফ আর আরাবুল ইসলামের দল অর্থাৎ তৃণমূল সমর্থকদের হাতাহাতি মঙ্গলবার চরমে ওঠে। ব্যাপক বোমাবাজি হয় এলাকা। চলে গুলি। এদিকে ঘটনার দায় দুদলই চাপিয়েছে অন্যের উপর। একই পরিস্থিতি বুধবারও। এদিন সকাল থেকে মনোনয়ন কেন্দ্রের বাইরে লাঠি হাতে তৃণমূলের কর্মী-সমর্থকরা। নওশাদকে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এদিকে তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়কের গোষ্ঠীর মধ্যে অশান্তিতে রণক্ষেত্র ক্যানিং। দফায় দফায় বোমাবাজির পাশাপাশি চলছে গুলি। পরিস্থিতি আয়ত্তে আনতে রাস্তায় পুলিশ, ব়্যাফ। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এসডিপিও-সহ একাধিক পুলিশকর্মী। এই ঘটনার পরই বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও এসপি কে ফোন করলেন রাজ্য নির্বাচন কমিশনার। খোঁজ নিলেন পরিস্থিতির। এলাকা শান্ত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে ক্যানিংয়ের পরিস্থিত আয়ত্তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.