Advertisement
Advertisement
Panchayat Election

WB Panchayat Election: মনোনয়নে শান্তির বার্তা, বিরোধীদের ভরসা জোগাতে মাইক হাতে প্রচারে TMC বিধায়ক

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতর গড়ে অন্য ছবি!

WB Panchayat Election: TMC MLA campaigns for maintaining peace during nomination period assures oppositions | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 11, 2023 6:57 pm
  • Updated:June 11, 2023 6:57 pm  

দেব গোস্বামী, বোলপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তার পর বীরভূমে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব সুসম্পন্ন করার বার্তা দিতে আসরে খোদ বিধায়ক (TMC MLA)। রবিবার থেকে নিজেই মাইক হাতে নেমে পড়লেন এলাকায়। গণতন্ত্রের উৎসবে সকলকে শান্তির আবহ বজায় রেখে অংশগ্রহণের বার্তা দিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। যদিও তাঁর এই প্রচারকে ‘নাটক’ বলেই কটাক্ষ করেছে জেলার বিজেপি ও সিপিএম নেতৃত্ব।

শনিবার, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিনে লাভপুর পেট্রল পাম্পের কাছে মারধর করে বিজেপির (BJP) এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। জখম হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজন সমর্থককে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতিও করা হয়। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার বোলপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অনুব্রত মণ্ডলের গড়ে এই পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ সামলে শান্তির বার্তা দিয়ে মাইক হাতে পথে নামলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ (Avijit Sinha)। একদিকে, লাভপুরে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার আবেদন জানান তিনি, পাশাপাশি দলের কর্মী-সমর্থকদেরও কড়া বার্তা দিয়েছেন বিধায়ক।

Advertisement

মনোনয়নপত্র জমা দিতে বিরোধীদের ভরসা জোগাতে রবিবার প্রচার করতে দেখা গেল লাভপুরের তৃণমূল বিধায়ককে। গাড়ি, মাইক (Mike) নিয়ে গ্রামে গ্রামে ঘুরে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছেন তিনি। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের কথায়,”বিধায়ক হিসাবে আমার দায়িত্ব, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। তৃণমূলের একজন কর্মী হিসাবে দলের নির্দেশ পালন করা আমার কর্তব্য। লাভপুর এলাকায় সব রাজনৈতিক দলের কাছে আবেদন, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। যার যেখানে যেমন সাংগঠনিক ক্ষমতা আছে, যে যেখানে যেমন সিদ্ধান্ত নিয়েছেন তেমন প্রার্থী দিন। আমার দলের কর্মী-সমর্থদের কাছেও আবেদন করছি, কোথাও কোনও বাধা অশান্তি সৃষ্টি করা যাবে না। প্রশাসনকেও বলছি, যারা উচ্ছৃঙ্খলতা চালাবে, তাদের যেন কঠোর হাতে দমন করা হয়।”

[আরও পড়ুন: ‘তিনমাস পরপর আসব’, মতুয়া মন্দির গোবরজলে শুদ্ধিকরণ নিয়ে শান্তনুকে পালটা অভিষেকের]

যদিও বিধায়কের প্রচার লোক দেখানো বলেই দাবি বিরোধীদের। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, “এসবই তৃণমূলের নাটক। যদি তারা সত্যিই এটা চাইত, তাহলে বিজেপি কর্মীদের এইভাবে মারধর করত না।” সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষের কথায়, “মানুষ সব জানেন, সব বোঝেন। মানুষ বুথে বুথে ইতিমধ্যেই জোট বাঁধতে শুরু করেছেন। বিরোধীদের আক্রমণের পালটা উত্তর ভোটেই দেবেন মানুষ।”

[আরও পড়ুন: স্কুলেই আছেন তো? বলে দেবে লাইভ লোকেশন, ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের জন্য নয়া ব্যবস্থা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement