দেব গোস্বামী, বোলপুর: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মনোনয়নের শেষ দিনে রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে অনুব্রতহীন বীরভূমে (Birbhum)। শেষ দিনে কোনও বিরোধী প্রার্থীই মনোনয়ন দিতে পারলেন না বলে অভিযোগ। দফায় দফায় বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও সিপিএম, কোথাও বিজেপি আবার কোথাও নির্দল প্রার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল (TMC) কর্মীরা। পরিস্থিতিত সামাল দিতে গেলে পুলিশও হামলার মুখে পড়ে। পুলিশের গাড়িতে ইটবৃষ্টি, অগ্নিসংযোগ, মুড়িমুড়কির মতো বোমাবাজিতে উত্তপ্ত নানুর, আমোদপুর, ইলামবাজার, লাভপুর।
সকাল থেকে অশান্ত পরিস্থিতি প্রথম দেখা গেল ইলামবাজারের বারুইপুরে। জহরা বিবি নামে এক নির্দল প্রার্থী মনোনয়ন (Nomination) জমা দিয়েছেন। কিন্তু তারপর সকালে বারুইপুরে, তাঁর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে প্রায় দেড়শো জন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর, লুটপাট চালায় বলে অভিযোগ। বাড়িতে পুরুষরা কেউ না থাকায় এমন তাণ্ডব। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে টাকাপয়সা সমস্ত লুট করে দুষ্কৃতীরা। এছাড়া বারুইপুর গ্রামে প্রায় কুড়িটি বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ। বর্তমানে ওই গ্রামের একাধিক বাড়ির লোক গ্রামছাড়া।
বেলা বাড়তেই অশান্ত হয়ে ওঠে নানুর (Nanur)। প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বোলপুরে সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল। মারধর করা হলো বিজেপি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলকে। ভাঙচুর করা হলো গাড়ি। এছাড়াও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ আমোদপুর। পুলিশকে লক্ষ্য করেই ইটবৃষ্টির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুড়িমুড়কির মত পড়ল বোমা, জ্বালিয়ে দেওয়া হলো বিজেপির দলীয় কার্যালয়। ঘটনা ঘিরে সন্ত্রাসের আতঙ্ক জেলায়। আমোদপুর পার্টি অফিসে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হামলা, পাথর ও বোমা ছোঁড়া হয় পার্টি অফিসে। পাথরের আঘাতে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। সবমিলিয়ে, মনোনয়নের শেষ দিন যথেষ্ট উত্তপ্ত বীরভূম জেলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.